adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আপনি তো উত্তরার বাসিন্দা, আপনার ভােট চাই- মির্জা ফকরুলকে মেয়র প্রার্থী আতিক

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ভোট চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাক্ষাৎকালে একে অপরের কুশলাদি বিনিময় করেন।

এসময় মেয়র প্রার্থী আতিকুল ইসলাম মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে বলেন, আপনি তো উত্তরার ৪নং সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই। পরে মির্জা ফখরুল বলেন, আমি তো ঢাকায় ভোটার না। মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির অন্যান্য নেতাও উপস্থিত ছিলেন। তাদের কাছেও ভোট চান উত্তরের মেয়র প্রার্থী আতিক।

এর আগে গতকাল সোমবার ঢাকার দুই সিটি করপোরেশনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সব প্রার্থী ও নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

সোমবার সন্ধ্যায় আকস্মিকভাবেই ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বনানীর নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হন তিনি। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান নিজেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভোটার।

রাদওয়ান বলেন, “নির্বাচনের আগে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে ভোট চাইতে হবে। সৎ, যোগ্য, দক্ষ ও পরীক্ষিত মানুষদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। অন্য প্রার্থীদের থেকে সততা, দক্ষতা ও যোগ্যতায় আমাদের প্রার্থীরা যে এগিয়ে রয়েছে, এই কথা সবাইকে জানাতে হবে।”

আতিকের নির্বাচনী কার্যালয়ে সমবেত আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর দৌহিত্রকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া