adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শান্ত বললেন, নিরাপত্তা নিয়ে ভাবছি না, ক্রিকেটার হিসেবে খেলাটাকে পাকিস্তানে ফোকাস করতে চাই

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১১ বছর পর পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ২০০৮ সালে দেশটিতে সফর করেছিলো টাইগাররা। নানা নাটকীয়তার পর তিন মাসে তিন দফায় পাকিস্তান সফর নিশ্চিত হলো লাল-সবুজের দলটির।

২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের উপর ঘটা অনাকাক্সিক্ষত ঘটনার পর কোনো টেস্ট খেলুড়ে দল লম্বা সময় ধরে সফর করেনি পাকিস্তান। সাম্প্রতিক বছর গুলোয় অবশ্য বিচ্ছিন্নভাবে সফর করেছে কয়েকটি দল, গেল বছর ডিসেম্বরে টেস্টও খেলেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ পুরুষ জাতীয় দল পাকিস্তান সফর না করলেও কয়েক দফায় নারী জাতীয় দল, ইমার্জিং দল ও বয়সভিত্তিক দল সফর করেছে পাকিস্তান। ২০১৮ সালে ইমার্জিং এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাওয়া দলটির তিনজন আছেন পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলেও। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুব।

ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনদিনের অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিন সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে বাঁহাতি এই ব্যাটসম্যান জানান, ওখানে পরিবেশ সবসময় অনেক ভালো ছিলো। গতবছর (মূলত ২০১৮) আমরা যখন গিয়েছিলাম আমাদের কোনো সমস্যা হয়নি।

নিরাপত্তার ইস্যুতে শান্ত বলেন, এগুলো (নিরাপত্তা) নিয়ে আসলে চিন্তা করছি না। পেশাদার ক্রিকেটার হিসেবে খেলাটাকেই ফোকাস করছি। যেহেতু এগুলো আমাদের হাতে নেই, এগুলো নিয়ে চিন্তা করছি না। একবারও ভাবিনি। যেহেতু গতবারও আমি গিয়েছি সেখানে। তো এগুলো নিয়ে একদমই চিন্তা করছি না। ম্যাচ ফোকাস করছি।

সিরিজটি চ্যালেঞ্জিং হলেও দল হিসেবে খেললে ভালো ফল আসতে পারে মনে করেন শান্ত। তবে আমরা যদি দল হিসেবে সেখানে খেলতে পারি, তাহলে ওখানেও ভালো ফলাফল করা সম্ভব। যদিও ওদের দল নিয়ে আমরা খুব একটা চিন্তা করছি না। আমাদের নিজেদের যে পরিকল্পনা বা শক্তির জায়গা আছে, সেটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে ওখানেও সফল হওয়া সম্ভব বলে মনে করি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া