adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পাের্টস ডেস্ক : নাথান লায়নের দুরন্ত স্পিনে সিডনিতে পিঙ্ক টেস্টে নিউজিল্যান্ডকে ২৭৯ রানে হারাল অস্ট্রেলিয়া৷ সেই সঙ্গে তিন টেস্টের সিরিজে কিউইদের হোয়াইটাওয়াশ করল অজিবাহিনী৷ ফলে মৌসুমে অপরাজিত অস্ট্রেলিয়া৷ অ্যাশেজ সিরিজ ড্র হওয়ার পর ঘরের মাঠে পাঁচটি টেস্টেই জিতেছে টিম পেইনের দল৷ দু’টি পাকিস্তান ও তিনটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷

সিরিজে শুরু থেকেই ব্যাটিং দাপট ছিল অজিদের৷ সেই সঙ্গে বোলারদের দাপটে লড়াই জারি রাখতে পারেনি নিউজিল্যান্ড৷ ৪১৬ রান তাড়া করতে গিয়ে মাত্র ১৩৬ রানে শেষে হয়ে যায় কিউইবাহিনী৷ ৫০ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন লায়ন৷ ম্যাচে ১০ উইকেট নিয়ে অজিদের জয়ে বড় ভূমিকা নেন অভিজ্ঞ এই অফ-স্পিনার৷

পারথ ও মেলবোর্নের পর সিডনি টেস্টেও সিডনি টেস্টেও নাস্তানাবুদ কিউইবাহিনীর৷ এসসিজি-তে প্রথম ব্যাটিং করে মার্নাস ল্যাবুশেনের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪৫৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া৷ কিন্তু লায়ন ও প্যাট কামিন্সের বোলিংয়ের সামনে ২৫৬ রানে শেষে হয়ে যায় নিউজিল্যান্ড ইনিংস৷ লায়ন পাঁচটি এবং কামিন্স তিনটি উইকেট নেন৷

প্রথম ইনিংসে ১৯৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ২১৭ রান তুলে ডিক্লেয়ার্ড দেয় অস্ট্রেলিয়া৷ দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার৷ চারশোর বেশি রান তাড়া করতে নেমে ফের লায়নের সামনে আত্মসমর্পণ করেন কিউই ব্যাটসম্যানরা৷ এই ইনিংসে লায়নকে সঙ্গ দেন মিচেল স্টার্ক৷ লায়ন পাঁচটি ও স্টার্ক তিনটি উইকেট নেন৷

ম্যাচ ও সিরিজের সেরা প্লেয়ার ল্যাবুশানে৷ পিঙ্ক টেস্টেই কেরিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি করেন তিনি৷ সম্প্রতি দারুণ ফর্মে থাকা ল্যাবুশেনে ২১৫ রানের ইনিংস খেলেন৷ পারথে সিরিজের প্রথম টেস্টে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন ল্যাবুশেনে৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া