adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝোপের মধ্যে সেই ঢাবি ছাত্রীর বই-ঘড়ি-ইনহেলার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে একটি ঝোপের মধ্যে পড়ে থাকা ওই ছাত্রীর বই, ইনহেলার, ব্যবহৃত ঘড়ি, চাবির রিংসহ কিছু আলামত উদ্ধার করা হয়। এছাড়া সেখানে পুরুষের ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল, একটি কালো গ্যাবার্ডিন প্যান্টসহ আরও কিছু সামগ্রী পাওয়া গেছে।

রাজধানীর শেওড়া যেতে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে কুর্মিটোলা নামার পর রবিবার সন্ধ্যায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাবির ওই ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আসে। সোমবার মধ্যরাতে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি থাকা ওই ছাত্রীর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে ঢামেক কর্তৃপক্ষ।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ান বিন কাশেম জানান, চাঞ্চল্যকর এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে র‌্যাব। তদন্তের স্বার্থে আপাতত এর বেশি কিছু বলা যাবে না।

অন্যদিকে সোমবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও পর্যবেক্ষণ করেছে বলে জানা গেছে।

এদিকে ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ধর্ষণে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। এছাড়া ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন সক্রিয় প্রায় সব ছাত্র সংগঠনই বিক্ষোভ করেছে।

ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর বাবা অজ্ঞাতদের আসামি করে ক্যান্টনমেন্ট থানায় বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়া ঢাবি কর্তৃপক্ষ শাহবাগ থানায় পৃথক একটি অভিযোগ দিয়েছেন।

ক্যান্টনমেন্ট থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, মামলার এজাহারে মেয়েটিকে একজন ধরে নিয়ে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া