adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌরভ গাঙ্গুলিকে নিয়ে পাকিস্তানের অনেক আশা

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান হওয়ার পর থেকেই একের পর এক চমক উপহার দিচ্ছেন। দারুণ সব পরিবর্তন আনছেন ক্রিকেট কাঠামোতে। যে কারণে তাকে ঘিরে আশা অনেক বেড়ে গেছে দেশটির ক্রিকেটপ্রেমীদের। শুধু ভারত নয়, পাকিস্তানের ক্রিকেটাঙ্গনও সৌরভকে নিয়ে আশা করছে। সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ তো সৌরভের হাত ধরেই আবারও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের স্বপ্ন দেখছেন।

২০০৪ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর উদ্যোগে পাকিস্তানের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছিল ভারত। ঐতিহাসিক সেই সিরিজে ভারতের নেতৃত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলী। টেস্ট সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানের মন জয় করে ফিরেছিল ভারত। তারপর একবার মাত্র পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। ২০০৫-০৬ মৌসুমে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গেলেও হারতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন দলকে।

গত অক্টোবরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন সৌরভ। এবার সৌরভের হাত ধরেই ফের ভারত-পাক দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর স্বপ্ন দেখছে পাকিস্তান। লতিফ বলেন, ‘২০০৪-এ যখন বিসিসিআই পাকিস্তান সফর করতে রাজি হয়নি, তখন সৌরভ বিসিসিআই ও দলের খেলোয়াড়দের পাকিস্তান সফরে রাজি করিয়েছিল। এটা ভারতের স্মরণীয় পাকিস্তান সফর ছিল। দুর্দান্ত লড়াইয়ের পর ভারত সিরিজ জিতেছিল। এবারও ক্রিকেটার এবং বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ পিসিবি ও এহসান মানিকে সাহায্য করতে পারে।’

ভারত-পাকিস্তান শেষবার দ্বি-পাক্ষিক সিরিজ খেলছে ২০০৭-০৮ মমে। ভারতের মাটিতে সেবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে পাকিস্তান। ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। সেটাই শেষ দ্বি-পাক্ষিক সিরিজ। তারপর দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ হয়ে যায়। কেবলমাত্র আইসিসি টুর্নামেন্টেই দুই দেশ মুখোমুখি হয়। গত কয়েকমাস ধরেই দুই দেশে অনেকটা যুদ্ধাবস্থা চলছে। এই পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলী আদৌ কোনো উদ্যোগ নিতে পারেন কিনা সেটাই দেখার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া