adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোল ডট কম এর সেরা একাদশে মেসি, নেই রোনালদো ও নেইমার

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান লিগগুলোর ২০১৯-২০২০ মৌসুমের অর্ধেক সময় পার হয়ে গেছে। এ মৌসুমে লা লিগা, সিরি আ, বুন্দেস লিগা, প্রিমিয়ার লিগ ও লিগ ওয়ানে বিশ্বসেরা সব ফুটবলাররা দাপিয়ে বেড়াচ্ছেন। মৌসুম শেষ না হলেও বছর শেষে এখন পর্যন্ত লিগগুলোতে দুর্দান্ত খেলা ফুটবলারদের নিয়ে একাদশ সাজিয়েছে গোল ডট কম। একাদশে মেসি জায়গা পেলেও বাদ পড়েছেন নেইমার-এমবাপে-রোনালদোর মতো ফুটবলাররা।

গোল ডট কমের এ একাদশে বার্সেলোনা থেকে শুধু মেসিরই জায়গা হয়েছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকেও জায়গা পেয়েছেন মাত্র একজন ফুটবলার। তিনি ব্রাজিলের ক্যাসিমিরো। এছাড়া রোনালদোর জুভেন্তাস থেকে কেউই জায়গা পায়নি একাদশে।

গত দলবদলে রিয়াল ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া কেইলর নাভাসকে গোলরক্ষক হিসেবে সেরা একাদশে রেখেছে গোল ডট কম। লিগ ওয়ানে ৩৩ বছর বয়সী এ গোলরক্ষক এখন পর্যন্ত ১২টি ক্লিন শিট রেখেছেন।

রক্ষণভাগের চারজনের তিনজনই লিভারপুলের। মৌসুমের অর্ধেক সময়েই লিগ শিরোপা প্রায় নিজেদের করে নিয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটি থেকে ১৩ পয়েন্ট এগিয়ে তারা। আর লিভারপুলের এ সাফল্যের অন্যতম কারণ তাদের শক্তিশালী রক্ষণভাগ। গোল ডট কমের সেরা একাদশে রাইটব্যাক হিসেবে রয়েছেন লিভারপুলের অ্যালেক্সজান্ডার অরনাল্ড। দুই সেন্টারব্যাকের একজন একই দলের ভার্জিল ভ্যান ডাইক। লিভারপুলের বাইরে একজনই রয়েছেন রক্ষণভাগে। তিনি রোমার ক্রিস স্পালিং। অন্যদিকে লেফটব্যাক হিসেবে সেরা একাদশে আছেন লিভারপুলের অ্যান্ডি রবার্টসন।

তিনজন মিডফিল্ডারকে রাখা হয়েছে একাদশে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের ক্যাসিমিরো। এ ব্রাজিলিয়ানের বাঁ পাশে রাখা হয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ ও বর্তমান পিএসজি তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে। আর ডানপাশে রাখা হয়েছে ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনকে।

তিন ফরওয়ার্ডের একজন লিওনেল মেসি। তাকে রাখা হয়েছে রাইট উইংয়ে। এছাড়া লেফট উইঙ্গার হিসেবে গোল ডট কম বেছে নিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ডের জাদন সানকোকে। আর সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডস্কিকে।

ইউরোপিয়ান লিগের সেরা একাদশ : কেইলর নাভাস, অ্যালেক্সজান্ডার অরনাল্ড, ক্রিস স্পালিং, ভার্জিল ভ্যান ডাইক, অ্যান্ডি রবার্টসন, অ্যাঞ্জেল ডি মারিয়া, কাসেমিরো, কেভিন ডি ব্রুইন, লিওনেল মেসি, রর্বাট লেভানডস্কি, জাদন সানকো।- গোল ডট কম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া