adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লা লিগার শুভেচ্ছাদূত হলেন রোহিত শর্মা

স্পাের্টস ডেস্ক : বিশ্বব্যাপী জনপ্রিয় স্পেনের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল লিগ লা লিগার ভারতীয় অ্যামবাসাডর হয়েছেন রোহিত শর্মা। লা লিগার ইতিহাসে রোহিতই প্রথম ব্যক্তি, যিনি ফুটবলার না হয়েও শুভেচ্ছাদূত হয়ে গেছেন। এশিয়া মহাদেশে স্প্যনিশ লা লিগার তুমুল জনপ্রিয়তা রয়েছে। কারণ আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি খেলেন এই লিগে। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোও খেলতেন লা লিগায়। ভারতের বাজার ধরতেই আজ বৃহস্পতিবার ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে রোহিতকে শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করেছে স্প্যানিশ লিগের কমিটি।

এরপর ‘হিটম্যান’ স্বয়ং সোশ্যাল সাইট টুইটারে লা লিগার সঙ্গে নিজের যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন। তিনি লেখেন, ‘আপনারা সবাই জানেন যে আমার হৃদয়ে ফুটবলের জন্য বিশেষ জায়গা রয়েছে। তাই এভাবে যুক্ত হওয়া আমার কাছে খুব স্পেশ্যাল। লা লিগার ব্র্যান্ড অ্যামবাসাডর হওয়া দারুণ ব্যাপার। আমি খুব রোমাঞ্চিত।’ পরে মুম্বাইয়ে লা লিগা ইন্ডিয়ার ম্যানেজার হোসে আন্তোনিও কাচাজার সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন রোহিত।

এদিন প্রচারমাধ্যমের সামনে লালিগা ইন্ডিয়ার ম্যানেজার হোসে আন্তোনিও কাচাজা বলেন, ‘লা লিগার কাছে ভারতের বাজার খুব গুরুত্বপূর্ণ। এখানে ফুটবলের প্রতি তীব্র আকর্ষণ রয়েছে। রোহিত শর্মাই এর সবচেয়ে বড় উদাহরণ। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে পরিচিত মুখগুলোর অন্যতম হওয়ার পরও ও ফুটবল এবং লা লিগার অনেক বড় ভক্ত। লা লিগার প্রথম ফুটবলার নয়, এমন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো রোহিত। ভারতে আমাদের ব্র্যান্ডের মুখ হিসেবে রোহিতকে পেয়ে আমরা খুশি।’

উল্লেখ্য, গতকাল বুধবার ওয়াংখেড়েতে চারশ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই ওপেনার। উইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচ জয়ে ভারতের হয়ে বড় অবদান রেখেছেন তিনি। ৩১ বলে করেছেন ৭১ রান। এই দারুণ পারফর্মেন্সের পর দিনই লা লিগার সঙ্গে যুক্ত হলেন রোহিত। লা লিগায় খেলে ২০ দল। তার মধ্যে বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের লড়াই ফুটবলপ্রেমীদের মধ্যে ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত। এই মুহূর্তে লা লিগায় দুই দলই ৩৪ পয়েন্ট নিয়ে আছে। তবে গোলপার্থক্যে এগিয়ে রয়েছে বার্সেলোনা। ১৮ ডিসেম্বর মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া