adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জামিন ইসুতে নতুন কর্মসূচি বিএনপির

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানি পেছানোর প্রতিবাদে রবিবার ঢাকাসহ বিভাগীয় শহর ও জেলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য।

স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের নির্দেশ মেনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার রিপোর্ট দেয়নি। এ কারণে জামিনের শুনানি পেছানো হয়েছে। তাই পরবর্তীতে শুনানির যে সময় আদালত নির্ধারণ করেছেন সে পর্যন্ত অপেক্ষা করবেন তারা। শেষ পর্যন্ত আইনগতভাবে জামিন না হলে নেত্রীকে মুক্ত করতে রাজনৈতিক উদ্যোগ নেয়া হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করতে কর্মসূচি ঘোষণা করা হবে’।

এর আগে সন্ধ্যা ৬টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্যরা।

দু’ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানির আদেশ পেছানো এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন তারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া