adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হোলি আর্টিজান হামলা মামলার রায় সরকারের প্রতি মানুষের আস্থা বাড়াবে- বললেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপাের্ট : হোলি আর্টিজান হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ রায় সরকারের প্রতি মানুষের আস্থা বাড়াবে। সেইসাথে উগ্রবাদী শক্তি ও পৃষ্ঠপোষকদের জন্য অশনি সংকেত। আর দেশের মানুষের ভবিষ্যত নিরাপদ ও স্বাধীন বিচার ব্যবস্থা কায়েমে এ রায় ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, নুসরাত হত্যার যারা জড়িত ছিলো সেই আপন লোকেরা শেখ হাসিনার কাছে ছাড় পায়নি। বুয়েটে যারা আবরারকে হত্যা করেছে তারা সবাই চিহ্নিত অভিযুক্ত ছাত্রলীগ কর্মী, কেউ রেহাই পায়নি। গ্রেফতার হয়েছে বিচার হবে তাদের। দলের ভিতরে থাকা অপকর্মকারীদেরও ক্ষমা করা হবে না।

আজ বুধবার যশোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে যশোর ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলীয় নেতাকর্মীদের অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, দল ভারি করার জন্য অসৎ, সুবিধাবাদী, স্বাধীনতাবিরোধী কাউকে দলে টানবেন না। ঘরের মধ্যে ঘর করবেন না, মশারির মধ্যে মশারি টাঙ্গাবেন না। শীতের মতো অনেক মৌসুমি পাখি আসবে আবার মৌসুম চলে গেলে এরা চলে যায়। এসব মৌসুমি পাখিদের দলে আনবেন না। ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। মৌসুমী পাখিদের পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে কোনো মিছিল-মিটিং খুঁজে পাওয়া যাবে না।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, আইনের পথে খালেদার মুক্তির পথ খুঁজতে হবে। মুক্তির দাবিতে সন্ত্রাসী কর্মকান্ড করলে কঠোরভাবে দমন করা হবে।

সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, সদস্য এসএম কামাল হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ যশোরের ছয়টি আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সম্মেলনের উদ্বোধন করেন প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য।

সমাবেশে শেষে পুনুরায় শহিদুল ইসলাম মিলনকে সভাপতি ও শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া