adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কমবে পেঁয়াজের দাম: বললেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কমতে শুরু করবে পেঁয়াজের দাম বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে আয়োজিত বৈঠকে এ কথা বলেন তিনি।

বিমানে করে পেঁয়াজ আনতে অনেক ব্যয় হচ্ছে আর ভর্তুকি দিয়ে ৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ভারত নিজে পেঁয়াজ সংকটে ভুগছে তাই বাংলাদেশকে দিতে পারছে না।

উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানির পরও নাগালের মধ্যে আসছে না বাজার। এজন্য চাহিদা অনুযায়ী আমদানি না হওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

আজও এক দফা বেড়ে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০টা পর্যন্ত। রাজধানীর শ্যামবাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকা কেজি। মিসর ও পাকিস্তানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। চীন থেকে আনা পেঁয়াজ গতকাল ৭০ টাকা কেজি বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

আড়তদাররা বলছেন, সরবরাহ দিনদিন কমছে। উড়োজাহাজে আনা পেঁয়াজ শ্যামবাজারের ব্যবসায়ীরা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন পাইকারি আড়তদাররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া