adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‌`বিদিশা অসত্য বলছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে অনেকটা স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। প্রেসিডেন্ট পার্কে মাকে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এরিকও।

বিদিশা ও এরিক এরশাদ দু’জনই অভিযোগ করেছেন, এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের তাদের হুমকি-ধমকি দিচ্ছেন এবং এরিকের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এ নিয়ে বিপাকে পড়ছেন জাপার শীর্ষ নেতৃত্ব। তাদের দাবি, এরিকের ওপর চাপ প্রয়োগ করে নিজের স্বার্থ হাসিল করে নিচ্ছেন বিদিশা।

অথচ বিদিশার জন্য প্রেসিডেন্ট পার্কে ঢোকার সবরকম (প্রয়াত এরশাদের বাস ভবন) দরজা বন্ধ করে দিয়ে গেছেন হুসেইন মুহম্মদ এরশাদ নিজেই। বিদিশা যাতে কোনো রকম হস্তক্ষেপ করতে না পারেন, সে জন্য অছিয়ত নামা দলিলে স্পষ্ট করে লিখে গেছেন তিনি।

২০১৫ সালের ৬ ডিসেম্বর তারিখে ওই অছিয়ত নামা সম্পাদন করা হয়। গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদিত ওই দলিলে (নম্বর ৬৮) বিদিশা সম্পর্কে এরশাদ লিখেছেন, অছিয়তকৃত সম্পত্তিসহ তোমার (এরিক) মালিকানাধীন সম্পত্তিতে আমার তালাক প্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিকী কোনোরূপ হস্তক্ষেপ করিতে পারিবে না, কিংবা তোমার একচ্ছত্র মালিকানা ও ভোগ দখলে কোন প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করিতে পারিবে না, কিংবা তোমার মালিকানা ও ভোগ দখলে কোনরূপ তদারকি কিংবা অর্থ উত্তোলনের ক্ষেত্রে কোনরূপ পরামর্শ কিংবা কোনরূপ আদেশ নিষেধ করিতে পারিবে না, কিংবা তোমার মালিকানাধীন কোন সম্পত্তি বিক্রয় বন্ধক কিংবা হস্তান্তর করিতে পারিবে না।

শুধু অছিয়ত নামা দলিলে নয়, ট্রাস্টের উইলেও বিদিশার বিষয়ে স্পষ্ট করে লিখে গেছেন এরশাদ। ২০১৯ সালের ৮ এপ্রিল সম্পাদিত ট্রাস্টের ওই উইলের ১১ নম্বর কলামে বলা হয়েছে, বিদিশা সিদ্দিকী কখনই ট্রাস্টের সম্পত্তি বা অর্থের উপর কোনরূপ দাবি করতে পারবে না। যদি কখনও কোনো রকম দাবি করে, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং অগ্রাহ্য হবে।

এদিকে ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি মেজর (অব.) খালেদ আখতার গণমাধ্যমকে বলেছেন, বিদিশা সিদ্দিকী যা বলছে, সব অসত্য বলছে। এরিকের বক্তব্য প্রসঙ্গে বলেন, বিদিশার কাছ থেকে এরিককে আলাদা করে কথা বলেন, দেখবেন সব উল্টে যাবে। এরিককে ভয়ভীতি দেখিয়ে এসব বলানো হচ্ছে। এরিকের সেবা-যত্নে কোনো রকম কমতি করা হচ্ছে না। যারা বাসায় তার দেখাশোনার দায়িত্বে রয়েছে, তাদের কোলেপিঠেই মানুষ হয়েছে এরিক। এরিকের প্রতি তাদের মমত্ববোধের কোনো ঘাটতি নেই। বিদিশা যা করছে, এটা নিছক নাটক। ওই বাড়িটি ট্রাস্টের সম্পদ, এখানে বিদিশার থাকার কোনো এখতিয়ার নেই। সে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই কথা জানান এরশাদের ব্যক্তিগত আইনজীবী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলামও।

তিনি বলেছেন, প্রয়াত এরশাদের সঙ্গে বিদিশার ছাড়াছাড়ি হলে, শিশু এরিককে পেতে মামলা করেছিলেন বিদিশা। কোর্ট কিন্তু এরশাদের পক্ষে রায় দিয়েছেন। সে দিক থেকেও বিদিশার দাবি আইনগতভাবে টেকসই হয় না। আগে ছিল ‘শিশু এরিক’, তখনই কোর্ট তাকে পক্ষে রায় দেয় নি। এখন তো ‍সে প্রাপ্তবয়স্ক।

এদিকে নিজের ও মায়ের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এরিক। অন্যদিকে প্রেসিডেন্ট পার্কে বিদিশা সিদ্দিকের অবস্থানের কারণে এরিক এরশাদের নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা রয়েছে- উল্লেখ করে পাল্টা জিডি করেছেন ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া