adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অর্থমন্ত্রী বললেন-বাংলাদেশের উন্নয়নের ধারা ধরে রাখতে জাপানের বিশাল বিনিয়োগ আসছে

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়েন ধারা অব্যাহত রাখতে জাপানের সুমিতমো, নিপ্পন স্টিল, হোন্ডার মতো বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগ করবে। ইতোমধ্যে এসব কোম্পানি স্বল্প পরিসরে দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সামনে আরও বড় আকারের বিনিয়োগ আসছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এনইসি সম্মেলন কক্ষে জাপানের রাষ্ট্রদূত নাও‌কি ই‌তো দেশটির বিনিয়োগকারীদের নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. মনোয়ার আহমেদও ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই জাপানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে উঠেছে। এখন বঙ্গবন্ধু কন্যার হাত ধরে জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করবে।

তিনি বলেন, দুই দেশের প্রতিনিধিরা বসে বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করবেন। জাপানের বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ান এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নিয়েছেন। তারই হাত ধরেই বড় আকারে বিনিয়োগ আসবে।

অর্থমন্ত্রী বলেন, জাপানের অর্থায়নে মেট্রোরেল ও ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ বেশ কিছু প্রকল্প চলমান আছে। এসব প্রকল্প বাস্তবায়নের গতি দেখেই তারা বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হাজার একর জমিতে গড়ে তোলা হবে জাপান অর্থনৈতিক অঞ্চল। ফলে দেশে জাপানি বিনিয়োগ বাড়বে। জাপানি উদ্যোক্তরা এদেশে বিনিয়োগে এগিয়ে আসবে। এরই মধ্যে ওই অর্থনৈতিক অঞ্চলের জন্য ৫০০ একর জমি অধিগ্রহণ চূড়ান্ত করা হয়েছে। অবশিষ্ট ৫০০ একর জমি অধিগ্রহণও চূড়ান্ত পর্যায়ে।
জাপান বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ রেখে কাজ করতে চায়। তারা আরও বড় বড় প্রকল্পেও ঋণ দেবে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জাপানের বি‌নি‌য়োগকারী‌দের সব ধরনের সহ‌যোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশের প্রবৃদ্ধি ধরে রাখতে বিনিয়োগ করবে। বাংলাদেশের নানা অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যিক উন্নয়নেও পাশে থাকবে জাপান। এখানকার উন্নয়নে যা যা করার দরকার সবই জাপানের বিনিয়োগকারীরা করবে ।

বৈঠকে জাপানের সুমিতোমো, মারুবেনি করপোরেশন, টেকেন, ওমেরা গ্যাস ওয়ান, হোন্ডাসহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া