adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৮৯৯০ টাকায় ৩ জিবি র‌্যামের ফোন

ডেস্ক রিপাের্ট : সিম্ফনি নিয়ে এসেছে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিম্ফনি জেড২০। ফোনটিতে ৩ জিবি র্যাংম, শক্তিশালী ক্যামেরা,ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দাম ৮ হাজার ৯৯০ টাকা।

আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার তেজগাঁওয়ের সিম্ফনি মোবাইলের প্রধান কার্যালয়ে সিম্ফনি জেড২০ উদ্বোধন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ। এসময় প্রধান বিক্রয় কর্মকর্তা এম. এ হানিফসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেড২০তে রয়েছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম, ৬.২৬ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। সঙ্গে আছে ২.৫ ডিগ্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ১৫৬০*৭২০রেজ্যুলেশন এর ডিসপ্লেটির পিপি আই২৬৯। ডিসপ্লেটির শার্পনেস, কালার প্রডাকশন, ভিউইংঅ্যাঙ্গেল, টাচ রেসপন্স ভালো। তাই গেমস খেলা বা মুভি দেখার এক্সপেরিয়েন্স হবে আরোস্বাচ্ছন্দ্যময়।

এতে আছে ১.৬ গিগাহার্জ এর অক্টাকোর প্রসেসর। রয়েছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো যাবে।

ডিভাইসটিতে আছে ৩০০০ এমএএইচ এর নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি দেয়া হয়েছে।

ডিভাইসটির রিয়ারে আছে দুটি ক্যামেরা সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা সেন্সর এবং অপরটি ২ মেগাপিক্সেলএর ডেপথ সেন্সর। এতে সনির সেন্সর ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।

ক্যামেরা মোড হিসেবে আছে এইআই, গুগল লেন্স, পোট্রেইট, স্লো-মোশন, ফেস বিউটি, নাইট শট, টাইম ল্যাপস, এইচডি আর, ফিল্টার,বার্স্ট, প্যানোরামা, অডিও নোট, কিউআর কোড।

এই স্মার্টফোনটিতে সেন্সর হিসেবে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জি-সেন্সর, জিপিএস এবং এজিপিএস।

লাইট ব্লু এবং ডার্ক ব্লুকালারে সিম্ফনির নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি পাওয়া যাচ্ছে। উপহার হিসেবে ফোনটির সঙ্গে পাওয়া যাবে স্ক্রিন প্রটেক্টর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া