adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের শক্তিশালী নির্বাচনের কারিগর টিএন সেশনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার তিরুনেল্লাই নারায়ণা সেশন। দেশটির শক্তিশালী নির্বাচন ব্যবস্থার কারিগর এই ব্যক্তিত্ব টিএন সেশন নামে অধিক পরিচিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ চেন্নাইতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন টিএন সেশন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ভারতের নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ সংস্কার এনেছিলেন তিনি। গণতান্ত্রিক নির্বাচনে সাহসী ভূমিকার জন্য প্রশংসিত সেশন।

প্রাক্তন এই আইএএস অফিসারের মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ রাজ্যগুলোর সকল মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেন।

এক টুইটার বার্তায় মোদি জানান, ‘নির্বাচনী সংস্কার টিএন সেশনের সাহসী পদক্ষেপের জন্যই সম্ভব হয়েছে। তার সিদ্ধান্তের জন্যই ভারতের গণতন্ত্র শক্তিশালী ও অংশগ্রহণমুখী হয়েছে।’

১৯৩২ সালে কেরালার পালাক্কর জেলায় জন্মগ্রহণ করেন নেন সেশন। পদার্থবিদ্যা নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে মাদ্রাজ খ্রিস্টান কলেজে তিন বছর অধ্যাপনা করেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জন-প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৫৫ ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আইএএস অফিসার ছিলেন সেশন। পরে ১৯৮৯ সালে ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করে তিনি।

অবসর গ্রহণের পরে ১৯৯০ সালের ১২ ডিসেম্বর থেকে ৯৬ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সেশন।

নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক সংস্কার এনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে তোলেন তিনি। ভোটার পরিচয়পত্র দিয়ে ভোটদান তার আমলেই চালু হয়। ভোট প্রার্থীদের নির্বাচনী আদর্শ আচরণ-বিধিও তারই অবদান।

তার আমলেই দুই অতিরিক্ত নির্বাচন কমিশনার নিয়োগ করেছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। কর্তব্যপরায়ণতার জন্য ১৯৯৬ সালে এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পান তিনি।

১৯৯৭ সালে কে আর নারায়ণনের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদের নির্বাচনে দাঁড়ান সেশন। তবে এতে পরাজিত হন দেশটির স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পুরোধা এই ব্যক্তিত্ব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া