adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলেই সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে কখনোই ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে এবার ইংলিশদের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের সুযোগ পেয়েছে কিউইরা। চলমান পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। আগামীকাল (শুক্রবার) চতুর্থ ম্যাচ জিতলেই দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টি-২০ সিরিজ জয়ের স্বাদ পাবে স্বাগতিকরা। তাই প্রথম সিরিজ জয়ের স্বাদটা চতুর্থ ম্যাচেই নিতে চাইছে নিউজিল্যান্ড।

সিরিজে ভালো শুরুর পরও পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। তবে চতুর্থ ম্যাচ জিতে আবারো লড়াইয়ে ফিরতে চায় ইংলিশরা। এমন সব লক্ষ্য নিয়ে আগামীকাল নেপিয়ারে বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

এর আগে পাঁচটি টি-২০ সিরিজ খেলেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এরমধ্যে চারটি জিতেছে ইংল্যান্ড। একটি নিউজিল্যান্ড। নিজ মাঠে দু’টি সিরিজেই হেরেছে নিউজিল্যান্ড। ২০০৮ সালে প্রথম দুই ম্যাচের ২-০ ব্যবধানে ও ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। তাই এবার দেশের মাটিতে ইংল্যান্ডকে হারানোর বন্ধ্যাত্ব ঘোচাতে চায় টিম সাউদির দল। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ইনজুরিতে থাকায় এবারের সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন সাউদি।

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিল ইংলিশরা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩৫ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ৯ বল বাকি রেখে জয়ের স্বাদ নেয় কিউইরা। প্রথম ম্যাচ হারলেও সিরিজে ঘুড়ে দাঁড়াতে সময় নেয়নি নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে ব্যাটসম্যান-বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ২১ রানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭৬ রান করে কিউইরা। জবাবে ১৫৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। তাই সিরিজে সমতা আনে কিউইরা।

নেলসনে তৃতীয় ম্যাচেও প্রথমে ব্যাট করেছিলো নিউজিল্যান্ড। এবারও বড় স্কোর গড়তে সক্ষম হয় কিউইরা। কলিন ডি গ্র্যান্ডহোমের ৩৫ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেটে ১৮০ রান করে নিউজিল্যান্ড। ১৮১ রানে লক্ষ্যে ৭ উইকেটে ১৬৬ রান পর্যন্ত যেতে পারে কিউইরা। ২ উইকেটে ১৩৮ রান তুলে জয় দেখছিলো ইংল্যান্ড। কিন্তু পরবর্তীতে ১০ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারের ঢেঁকুর তুলে ইংলিশরা। তাতে সিরিজে ২-১ ব্যবধানে লিড নেয় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের দুর্দান্ত পারফরমেন্সে খুশি নিউজিল্যান্ডের অধিনায়ক সাউদি। তাই সিরিজ জয়ের লক্ষ্যে দলের কাছ থেকে পারফরমেন্সের ধারাবাহিকতা চান তিনি। সাউদি বলেন, ‘শেষ দুই ম্যাচে দলের সবাই ভালো পারফরমেন্স করেছে। আশা করছি, চতুর্থ ম্যাচেও সেটি অব্যাহত থাকবে। এ ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই আমরা। নয়তো শেষ ম্যাচে চাপে পড়তে হবে আমাদের। সিরিজ জিততে হলে আরো ভালো পারফরমেন্স করতে হবে।’

অন্যদিকে সিরিজ হার এড়াতে হলে চতুর্থ ম্যাচে জিততেই হবে ইংল্যান্ডকে। তাই চতুর্থ ম্যাচে দল ঘুড়ে দাঁড়াবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। তিনি বলেন, ‘আগের ম্যাচগুলো এখন অতীত। তবে ঐ ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং শুধরেও নিয়েছি। অনুশীলনে ও টিম মিটিংয়ে ভুলগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আশা করছি, চতুর্থ ম্যাচে আমরা জ্বলে উঠতে পারবো। আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া