adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনার বললেন-আগামী সপ্তাহ থেকে সড়ক পরিবহন আইন কার্যকর

নিজস্ব প্রতিবেদক : আগামী সপ্তাহ থেকে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ পুরোদমে কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

সড়ক পরিবহন আইন নিয়ে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কিছু প্রস্তুতিমূলক কাজ করছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, মানুষকে সচেতন করা হচ্ছে। প্রচারণা চালানো হচ্ছে। লিফলেট বিতরণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

আইন বাস্তবায়ন শুরু হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে জানিয়ে তিনি বলেন, নতুন আইনে সাজার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সাজার ভয়ে আইন মানবে মানুষ। চালকদের পয়েন্ট সিস্টেম রাখা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, মামলা সার্ভারে জমা হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে শক্ত থাকবে ট্রাফিক পুলিশ। ট্রাফিকের কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলার ভয় দেখিয়ে কেউ টাকা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রথমবার কেউ অমান্য করলে অল্প পরিমাণ জরিমানা করা হবে। তবে পরের বার তাকে আর ছাড় দেওয়া হবে না। মামলা করার সঙ্গে সঙ্গে তাকে লিফলেট দেওয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া