adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বড় সেঞ্চুরি করে অপরাজিত সাদমান

নিজস্ব প্রতিবেদক : ভারত সিরিজের দল থেকে শেষ সময়ে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মতো তাই ভারতের বিপক্ষেও ওপেনিংয়ে বড় দায়িত্ব নিতে হবে তরুণ ব্যাটসম্যান সাদমান ইসলামকে। ওপেনিং সঙ্গী হিসেবে যদি আরেক তরুণ সাইফ হাসানকে পান তবে ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে সাদমানকেই। তবে ইমরুলকে সঙ্গী হিসেবে পেলে ভিন্ন কথা।

ভারত সফরের আগে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম। তার ব্যাটিংয়ে ভর করে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে বড় রানও তুলেছে ঢাকা মেট্রো। প্রথম দিন শেষে প্রথম ইনিংসে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলেছে ঢাকা।

দলের হয়ে সর্বোচ্চ ১৬২ রান করে অপরাজিত আছেন সাদমান ইসলাম। দারুন এই ইনিংস খেলার পথে চট্টগ্রামে পুরো দিনটাই ব্যাটিং করেছেন তিনি। বল খেলেছেন ২৫৭টি। তার ব্যাট থেকে বেরিয়েছে ২১টি চার ও দুটি ছক্কা। যদিও টস জিতে ব্যাট করতে নেমে সাদমানরা শুরুতেই ধাক্কা খায়। ওপেনার আজমির আহমেদ ডাক মেরে ফিরে যান। পরে শামসুর রহমানের সঙ্গে জুটি গড়েন তিনি। শামসুর ৫০ করে ফিরে যান। এরপর মার্শাল আইয়ূব ৪০ করে আউট হন। আল-আমিন হোসেন জুনিয়র ৮৩ রান করে বড় জুটি গড়েন সামদানের সঙ্গে। তিনি ফিরে গেলেও উইকেটে গেড়ে বসা সাদমান উইকেটরক্ষক জাবিদকে নিয়ে দিন শেষ করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া