adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশ্নফাঁসের পেছনে না ঘুরে শিক্ষার্থীদের লেখা পড়ায় মন দিতে বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রশ্নফাঁসের পেছনে না ঘুরে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

শনিবার সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়।

রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরায় একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব রটনাকারীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রশ্নফাঁস হচ্ছে না, তবুও প্রশ্ন ফাঁস হচ্ছে বলে গুজব রটনা করা হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় প্রশ্নফাঁসের পেছনে না ঘুরে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. দীপু মনি বলেন, কোচিং পরিচালনাকারী শিক্ষকের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন সময় সব ধরনের কোচিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

কোচিং বাণিজ্য করা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক কানিজ ফাতেমার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৯ হাজার ২৬২ প্রতিষ্ঠানের ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া