adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু ইস্যুতে ফের দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন তাপস

নিজস্ব প্রতিবেদক : বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আবারও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের পদত্যাগ দাবি করেছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দুদক চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

সরকারদলীয় এই এমপি বলেন, ‘দুদক এখন পর্যন্ত তার (বাচ্চু) বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বাঁচিয়ে দেওয়ার পাঁয়তারা হচ্ছে। আমাদের মত হলো- বাচ্চু বিরুদ্ধে ব্যবস্থা নিলে চলমান দুর্নীতিবিরোধী অভিযান আরও সাফল্যমণ্ডিত হবে।’

বাচ্চুকে কারা বাঁচিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ষড়যন্ত্র কারা করছে সেই প্রশ্নের জবাব দুদক চেয়ারম্যানই দিক।’

এরপর তাপসের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘বেসিক ব্যাংকের দুর্নীতির চার হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা উদ্ধার এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট হওয়ার সম্ভাবনা রয়েছে।’

দুদক চেয়ারম্যান পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘পদত্যাগের প্রশ্নই আসে না। পদত্যাগ করা একান্ত তার নিজস্ব বিষয়।’

বাচ্চুকে বাঁচিয়ে দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে দুদক আইনজীবী আরও বলেন, ‘বেসিক ব্যাংকের ওই টাকার গতিপথ পাওয়া গেলে চার্জশিটে বাচ্চুর নামও অন্তর্ভুক্ত হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া