adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা বললেন, আবরার হত্যার সর্বোচ্চ শাস্তি হবে

ডেস্ক রিপাের্ট : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী যে দলের হোক তা না দেখে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যত রকমের উচ্চ শাস্তি আছে তা দেয়া হবে তাদের। এখানে দল দেখা হবে না।

আজ বুধবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান ও ভারত সফর নিয়ে আয়োজিত হয় সংবাদ সম্মেলনটি।

বুয়েটে আবরার হত্যার পর কে কোন দল করে তা দেখেননি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশকে সঙ্গে সঙ্গে বলেছি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে সবাইকে আটক করতে।’

আবরার হত্যার বিচার দাবিতে ছাত্ররা আন্দোলনে নামার আগেই সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘ছাত্ররা নামার আগেই আমরা সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যাকে যাকে পাওয়া যাবে তাদের অ্যারেস্ট করো।পুলিশ অ্যারেস্ট করেছে। কে ছাত্রলীগ,ছাত্রদল সেটা আমি দেখিনি।’

আবরার যে হলে নিহত হয়েছে সেখানকার সিসিটিভির ফুটেজ পাওয়ার দাবিতে শিক্ষার্থীরা পুলিশ ও বুয়েট প্রশাসনকে অবরুদ্ধ করেছিল সেদিন। এ ঘটনার সমালোচনা করেন শেখ হাসিনা। বলেন, ‘তারা ফুটেজ আনতে গেলে পুলিশকে বের হতে দিচ্ছিল না। পুলিশ গেছে আলামত সংগ্রহ করতে। তাদের কেন আটকে রাখা হলো?’

‘তিনটা ঘণ্টা সময় কেন নষ্ট হলো তাদের আটকে রেখে। এটাও খুঁজে বের করেন।’ সাংবাদিকদের উদ্দেশে বলেন প্রধানমন্ত্রী।

আবরার হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আবরার নামের একটা ছেলে মাত্র ২১ বছর বয়স। তাকে পিটিয়ে পিটিয়ে মারা হলো।তার ইনজুরি বাইরে কম,কিন্তু ভেতরে বেশি হয়েছে। পোস্ট মার্টেম রিপোর্টে দেখা গেছে।’

‘আমি বুঝি স্বজন হারানোর কষ্ট কেমন। তার মা-বাবার কেমন লাগছে। আমি ৩৮ বছর পর মা-বাবা হত্যার বিচার পেয়েছি।’

প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে অতীতের কিছু হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেন সাংবাদিকদের। বলেন, ‘বুয়েটে সনি হত্যা হয়েছে। বুয়েটে আমাদেরও তো অনেকে আহত হয়েছে। কই বিচার হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা ছিল। অস্ত্রের ঝনঝনানি। আমি আসার পর বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ও লেখাপড়ার পরিবেশ বিরাজ করে। এর জন্য কাজ করেছি। অন্যায় যে করেছে সে অন্যায়কারী। অপরাধী সে অপরাধীই।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া