adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে সাকিব জানালেন, খারাপ দিন থাকবে না, টি২০ বিশ্বকাপে দেশের মুখ উজ্জল করবো

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান সংস্থাটির শুভেচ্ছা দূত ক্রিকেট বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার নিউ ইয়র্কের জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ কার্যালয়ের হেনরি ল্যাবউসি কনফারেন্স রুমে আয়োজিত ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ বা ‘শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন দেশসেরা এ ক্রিকেটার। ইউনিসেফের শুভেচ্ছা দূত সাকিব আল হাসান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের এই অগ্রগতিতে চলুন আমরা সবাই একসঙ্গে এগিয়ে চলি। কারণ আমরা এখানে সবাই বাঙালি। আমরা যদি সবাই এক সঙ্গে এগিয়ে যাই, তাহলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে পারবো।

সাকিবের এই বক্তব্যের শেষ প্রান্তে দর্শক যখন করতালি মুখর, তখন প্রধানমন্ত্রী খেলার কথা জানতে চান ক্রিকেট অলরাউন্ডারের কাছে। জবাবে বিশ্ব সেরা এই অলরাউন্ডার বলেন, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলা হলে বোঝা যেতো। তবে আমরা বিশ্বাসী যে- বাংলাদেশ একটা ভালো দল। আমাদের বর্তমান খারাপ সময়ের মধ্যদিয়ে যাচ্ছে। একটা ভালো দলের মাঝে মাঝে এমটা হয়ে থাকে। তবে খুব বেশি দিন লাগবে না, আমরা আগের মতোই ভালো করা শুরু করবো। সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা আশা করছি সেখানে দেশের মুখ উজ্জল করবো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া