adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের অন্যতম দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী জ্যাক শিরাক মারা গেছেন। ফ্রান্সের সাবেক এই প্রেসিডেন্ট ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করলেন।

বেশ কয়েক বছর ধরে তিনি আলঝেইমার তথা স্মৃতিভ্রম রোগে ভুগছিলেন। এই সঙ্গে অফিস করার সময় একবার তার ছোট একটি স্ট্রোকও হয়।

শিরাক ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপ্রধান ছিলেন। রাজনৈতিক ক্যারিয়ারে ১৮ বছর প্যারিসের মেয়র থাকার পাশাপাশি দুইবার প্রেসিডেন্ট এবং দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

ফ্রান্সের নানা সংস্কার শিরাকের হাত দিয়ে হয়েছে। তিনি দেশটির প্রেসিডেন্টের মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করেন। তার শাসনামলে ফ্রান্স ইউরোপের একক মুদ্রানীতিতে অন্তর্ভুক্ত হয়।

জ্যাক শিরাক বিশ্বব্যাপী তার যুদ্ধ নীতির জন্য পরিচিত ছিলেন। তিনি ইরাক যুদ্ধের বিরোধী পক্ষে অবস্থান নেন।

জ্যাক শিরাকের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ রয়েছে। প্যারিসের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় সরকারি তহবিলের অপব্যবহার করেন। ২০১১ সালে ওই ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া