আইসিসির সঙ্গে ফেইসবুকের ‘অভূতপূর্ব’ চুক্তি
ডেস্ক রিপাের্ট : ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে ‘এক্সক্লুসিভ ডিজিটাল কনটেন্ট পার্টনার’ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে ফেইসবুক। ২০২৩ সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশের দর্শকদের ম্যাচ পরবর্তী বিভিন্ন ভিডিও উপহার দেবে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এই চুক্তিকে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এবং আইসিসির ইতিহাসে চুক্তিটি আসলেই নতুন কিছু। এই চুক্তির আওতায় ম্যাচ পরবর্তী কনটেন্টে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারে ফেইসবুক।
চুক্তির আর্থিক তথ্য জানা যায়নি। ফেইসবুক বলছে, ‘অভূতপূর্ব’ এবং ‘গ্রাউন্ড ব্রেকিং’ এই চুক্তিতে তারা লাখ লাখ দর্শকের চাহিদা মেটাবে।
ফেইসবুকের একজন মুখপাত্র প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে জানিয়েছেন, কোথাও তারা সরাসরি ম্যাচ দেখাবেন না।
চুক্তির শর্ত অনুযায়ী ফেইসবুকের পাশাপাশি তাদের অন্য দুই প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও কনটেন্টগুলো পাওয়া যাবে।
ফেইসবুক এর আগে ২০১৭ সালে ৬০০ মিলিয়ন ডলারের বিনিময়ে আইপিএলের অনলাইন স্ট্রিমিং স্বত্ব কিনে নেয়। কয়েক বছর বাদে স্টার ইন্ডিয়ার কাছে এটি হারায় তারা। গত বছর ভারতে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা লাইভ দেখায় তারা।