adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শাওমি ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

ডেস্ক রিপাের্ট : সর্বোচ্চ রেজ্যুলেশন ক্যামেরা সেটআপসহ অ্যানড্রয়েড ওয়ান লাইন আপের সর্বশেষ স্মার্টফোন মিএ৩ নিয়ে আসার ঘোষণা দিয়েছে শাওমি। মি এ২ এর সফল উত্তরসূরি হিসেবে এটি বাজারে আসছে।

মি এ৩ তে কিছু পরিবর্তনের মাধ্যমে মি এ সিরিজের ডিজাইনে পরিবর্তন আসছে। যেসব ফাংশনাল অ্যাস্পেক্টমি এ২ কে এই সেগমেন্টে অন্যতম সেরার অবস্থান দিয়েছিলো, সেগুলো ঠিক রেখেই মি এ৩-এর ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে। মি এ৩ তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন৬৬৫ চিপসেট, সুপার অ্যামোলেড ডিসপ্লে,৪০৩০এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট এর মতো চমৎকার সব ফিচার। মি এ সিরিজের অন্যান্য ফোনের মতোই মি এ৩গুগলের অ্যানড্রয়েড ওয়ান প্রজেক্ট এবং অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম পরিচালিত।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার, জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘মি এ৩ নিয়ে আসার মাধ্যমে আমাদের মি ফ্যানদের কাছে অসাধারণ সব ফিচার সমৃদ্ধ আরো একটি অ্যানড্রয়েড ওয়ান ফোন পৌঁছে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ’

মি এ সিরিজের সকল ফোনেই অ্যানড্রয়েড ওয়ান পরিচালিত স্টেলার ক্যামেরার এক্সপেরিয়েন্স দেয়া থাকে। এ৩ তে রয়েছে সনির ৪৮ মেগাপিক্সেলের আইএমেক্স৫৮৬ সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ৪৮ মেগাপিক্সেলের হাফ ইঞ্চির সেন্সরটি ছবির মান ঠিক রেখে সর্বাধিক ডিটেইল পেতে সাহায্য করে। সেই সঙ্গে ক্যামেরার এক্সপেরিয়েন্সকে আরও সমৃদ্ধ করতে শাওমি এ৩ এর মাধ্যমে প্রথমবারের মতো মি এ সিরিজে নিয়ে এসেছে শাওমির বিখ্যাত স্টেডি হ্যান্ডেল্ড নাইট ফটোগ্রাফি মোড।

৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ছাড়াও, মি এ৩ তে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ফোনটিকে দিয়েছে বিশ্বে সর্বোচ্চ মেগাপিক্সেল সম্পন্ন ফোনের খেতাব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া