adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসান মিয়া দেশের দ্রুততম মানব শিরিন মানবী

নিজস্ব প্রতিবেদক : দেশের দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মিয়া এবং দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার।
আজ ৩০ আগস্ট শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫ তম জাতীয় সামার অ্যাথলেটিকসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে হাসান মিয়া ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে ফিরিয়ে এনেছেন শ্রেষ্ঠত্বের মুকুট। আর শিরিন আক্তার মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে নবমবারের মতো হয়েছেন দেশসেরা।

হাসান মিয়া গত বছর সামারে মেজবাহ আহমেদকে হটিয়ে প্রথমবারের মতো দেশের দ্রুততম মানব হয়েছিলেন। তবে এ বছরের জানুয়ারিতে তিনি জাতীয় চ্যাম্পিয়নশিপে খেতাব হারিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এম ইসমাইলের কাছে। সেই ইসমাইলকে হারিয়েই তিনি বসলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজার আসনে।

গত বছর হাসান যখন দেশের দ্রুততম মানব হয়েছিলেন, তখন তিনি ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। গত জাতীয় চ্যাম্পিয়নশিপেও তিনি বিকেএসপির জার্সিতে দৌড়িয়ে দ্বিতীয় হয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েই তিনি ফিরিয়ে আনলেন তার হারানো শ্রেষ্ঠত্ব।

দেশসেরা হয়ে দুইজনই আগামী সাউথ এশিয়ান গেমসে নিজেদের সেরা টাইমিং করার চেষ্টা করবেন বলে প্রত্যাশা করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া