adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিআইবি বলছে-দশম সংসদে কোরাম সংকটে অপচয় ১৬৩ কোটি ৫৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সরকারি দলের নির্বাচনী ইশতেহারে সংসদ কার্যকর করার অঙ্গীকারের বাস্তবায়ন দেখা যায়নি দশম সংসদে। দ্বৈত অবস্থানের কারণে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেনি বিরোধীদল। এসব মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে ‘পার্লামেন্টওয়াচ’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দশম জাতীয় সংসদের প্রথম থেকে ২৩তম অধিবেশনের (জানুয়ারি ২০১৪ থেকে অক্টোবর ২০১৮) ওপর গবেষণাটি পরিচালিত হয়। দশম জাতীয় সংসদে কোরাম সংকটের কারণে ক্ষতি হয়েছে প্রায় ১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩ টাকা। এই সময়ে কোরাম সংকট ছিল ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

শম সংসদে আইন প্রণয়নে গড়ে ৩১ মিনিট সময় নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনগুলো বিল পাস হওয়ার আগে সংসদ সদস্যরা সেগুলো পড়েছেন কিনা, দেখেছেন কিনা সেটা বুকে হাত দিয়ে ওনারা বলতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, আইন কী সংসদ সদস্যরা তা বোঝেন না। আইন কীভাবে করতে হবে তা বোঝেন না। সত্যিকার অর্থেই আইন প্রণয়নের জন্য যে সময়ের প্রয়োজন সেটি নিয়ে তাদের আলোচনা বাড়ানো উচিত বলে মনে করেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া