adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর সামনে টেবিলে পা তুলে আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন বরিস জনসন। আর ওই বৈঠকে টেবিলে পা তুলে বরিস জনসনের বসার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝড় তুলেছে।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) প্যারিসের এলিসি প্রাসাদে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ছবিতে দেখা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর সঙ্গে আলাপকালে বরিস জনসন একটি পা টেবিলের ওপর উঠিয়ে কথা বলছেন। তবে বিবিসির খবর বলছে- এ সময় তিনি মাক্রোঁর সঙ্গে মজা করছিলেন।

কিন্তু দুই দেশেরই লোকজন বলছেন যে, পা উঠিয়ে কথা বলার মাধ্যমে মাক্রোঁকে তাচ্ছিল্য করেছেন বরিস জনসন।

এক ব্রিটিশ নাগরিক বলেন, আচার-আচরণে বরিস জনসন ভালো না। ভেবে দেখেন, যদি বিদেশি কোনো প্রধানমন্ত্রী বাকিংহাম প্রাসাদে এসে এমন আচরণ করতেন, তখন ব্রিটিশ ট্যাবলয়েডগুলো কতটা ক্ষোভ প্রকাশ করত।

অন্য আরেকজন বলেন, এটনে তারা পরিষ্কারভাবে কোনো ভালো ব্যবহার শিক্ষা দিচ্ছেন না। এক ফরাসি বলেন, আমি অবাক হই- ব্রিটিশ রানি এটি কীভাবে নেবেন।

ফ্রান্সের লি পারিসিয়ান পত্রিকার খবরে বলা হয়েছে- নাহ, মাক্রোঁর সামনের টেবিলে পা রেখে বরিস জনসন ফ্রান্সকে তাচ্ছিল্য করেননি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, চুক্তিবিহীন ব্রেক্সিট হলেও যুক্তরাজ্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ফ্রান্স।

ম্যাক্রো জানান, ৩১ অক্টোবরে ব্রেক্সিট কার্যকরের জন্য প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রেক্সিটের ক্ষেত্রে আয়ারল্যান্ডের মানুষের স্বার্থরক্ষা ইস্যুকেই গুরুত্ব দেয়া হচ্ছে বলে দাবি করেন ম্যাক্রো।

এক মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম বিদেশ সফরে প্রতিবেশী ফ্রান্সে গেলেন জনসন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া