adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ড ৬৭ রানে অলআউট

স্পাের্টস ডেস্ক : অ্যাশেজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে মাত্র ৬৭ রানে অলআউট হলো। অ্যাশেজে ১৯৪৮ সালের পর এত কম রানে আউট হলো ইংলিশরা। ৭১ বছর আগে দ্য ওভালে ৫২ রানে অলআউট হয়েছিল অজিরা। তারপর এবার ইংলিশরা এত কম রানে অলআউট হলো। অ্যাশেজে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার। ১৯০২ সালে বার্মিংহামে তারা ৩৬ রানে অলআউট হয়েছিল।

হেডিংলিতে গতকাল শুরু হয়েছে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত দিনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ১৭৯ রানে অলআউট হয়।

শুক্রবার সকালে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম সেশনে তারা ৬ উইকেটে ৫৪ রান। লাঞ্চ বিরতি থেকে ফিরে দ্রুতই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে মাত্র একজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেন। ১২ রান করে আউট হন জো ডেনলি।

অজি পেসার জস হ্যাজলেউড ৩০ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেছেন। আরেক পেসার প্যাট কামিন্স নিয়েছেন ৩টি উইকেট। অন্য পেসার জেমস প্যাটিনসনের দখলে রয়েছে ২টি উইকেট। প্রথম ইনিংস শেষে ১১২ রানের লিডে থাকে অস্ট্রেলিয়া। সিরিজে অজিরা এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া