adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১২৫ টাকার মশক প্রতিরোধী ক্রীম ওডোমস ৫০০ টাকা, ৩ ফার্মেসি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: মানবদেহে মশক প্রতিরোধী মলম ওডোমস ১২৫ টাকার প্রতিরোধে ৫০০ টাকা বিক্রি করায় অপরাধে বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর তিনটি ফার্মেসি।

ক্রেতা সেজে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। আর হাতেনাতে পেয়েছেন বেশি দামে বিক্রির প্রমাণ।

রোববার রাজধানীর কলাবাগানের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এ অনিয়ম পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যলয়ের বাজার তদারকি দল।

অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক আফরোজা রহমান, আব্দুল জব্বার মণ্ডলসহ অন্য কর্মকর্তারা।

অভিযান বিষয়ে অধিদফতরের কর্মকর্তারা জানান, কলাবাগানের বেশ কয়েকটি ফার্মেসি বেশি দামে ওডোমস বিক্রি করছে এমন অভিযোগে ক্রেতা সেজে কলাবাগের বেশ কয়েকটি ফার্মেসি থেকে পণ্যটি কেনেন অধিদফতরের কর্মকর্তারা। এ সময় বেশকিছু ফার্মেসি ঠিক দামে ওডোমস বিক্রি করলেও অন্তত তিনটি ফার্মেসিতে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, এরপর তিনটি ফার্মেসিতে বেশি দামে ওডোমস বিক্রি করা হচ্ছে। ১২৫ টাকায় কেনা অডোমস ৩০০ টাকা, ৩৫০ টাকা এমনকি ৫০০ টাকায়ও বিক্রি করা হচ্ছে।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছি। এখানে দেশ ফার্মেসি, সুইস ফার্মেসি ও মাই ফার্মেসিতে আমরা বেশি দামে ওডোমস বিক্রি হতে দেখেছি। ফার্মেসিগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি। সোমবার মালিকদের আমাদের অফিসে ডেকেছি। জরিমানা তো হবেই,সঙ্গে এদের বিরুদ্ধে আর কী ব্যবস্থা নেয়া যায় তা সিদ্ধান্ত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া