adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‌আর্থ কাপ’ আয়োজনে শেখ হাসিনাকে পেলের ভিডিওবার্তা

ডেস্ক রিপোর্ট : বিশ্বব্যাপী ভয়াবহ আকারে জলবায়ুর পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরন্তরভাবে বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি দিয়ে যাচ্ছেন পরিবেশ রক্ষার বার্তা। কারণ অতিরিক্ত কার্বন নির্গমন, বৃক্ষ ও প্রকৃতি নিধনের কারণে বিশ্বজুড়ে জলবায়ু বিরূপ প্রভাবের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ এই তালিকায় অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। পৃথিবীর অন্যপ্রান্ত থেকে জলবায়ুর বিরূপ প্রভাব রুখতে লড়াই করছেন ফুটবল সম্রাট পেলে। এই লড়াইয়ে তিনি পাশে চান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।

জলবায়ুর বিরূপ প্রভাব রুখতে পেলের উদ্যোগে শুরু হতে চলেছে আর্থ কাপ। সেই টুর্নামেন্টের সফলতার জন্য বাংলাদেশ সরকার ও বঙ্গবন্ধু কন্যার কাছে সহযোগিতা চেয়েছেন পেলে। সম্প্রতি এক ভিডিও বার্তায় ব্রাজিল কিংবদন্তি বলেছেন, ‘হ্যালো প্রধানমন্ত্রী হাসিনা, আপনার জন্য শুভ কামনা। একসঙ্গে কাজ করার সুযোগ সেটা হবে দারুণ, এই কথাটাই আপনাকে বলতে চাই। আমি মনে করি, এটা সবার জন্যই ভালো হবে। আশা করি, শিগগিরই আপনার দেখা পাব।’

‘পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’ -এর অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা জানিয়ে গত ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছিলেন পেলে। ওই চিঠিতে তিনি লিখেছিলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ধরিত্রী বাঁচানোর আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে আমি অভিভূত। বাংলাদেশ ফুটবল পাগল দেশ। এই দেশে ব্রাজিলের সমর্থক এত বেশি যে, গত বিশ্বকাপে খোদ ব্রাজিল সরকার বাংলাদেশি সমর্থকদের নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছিল। শুধু তাই নয়, ব্রাজিলের সংবাদ মাধ্যমে বারবার বাংলাদেশি সমর্থকদের বিষয়ে প্রতিবেদন করে।’

এবার ফাউন্ডেশনের প্রতিনিধি কানাডা প্রবাসী সাইফুল আমিন ভূঁইয়া এক সাক্ষাৎকারে বলেছেন, লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সরাসরি এই ভিডিওটি পৌঁছে দিতে চেয়েছিলেন পেলে। কিন্তু শেখ হাসিনার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পৃথিবীকে বাঁচানোর আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে অভিভূত বলেই পেলে তাকে ভিডিও বার্তা পাঠান ও চিঠি লেখেন। জলবায়ুর বিরূপ প্রভাব রুখতে আর্থ কাপ নিয়ে আশাবাদী কিংবদন্তি পেলে। তিনি আশা করছেন, বাংলাদেশ সরকারও এই উদ্যোগে পাশে থাকবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া