adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির ‘টেস্ট বিশ্বকাপ’ যা জানা জরুরি ক্রিকেট প্রেমীদের

স্পোর্টস ডেস্ক : এক সময় অ্যাশেজ নিয়ে সারা ক্রিকেট বিশ্বেই কৌতূহল ছিলো। বাস্তবতা হচ্ছে, অ্যাশেজের সেই আবেদন কমে যাচ্ছে। টেস্টের সবচেয়ে মর্যাদার সিরিজটিরই যখন এই দশা, বাকি আরও অনেক দ্বিপক্ষীয় সিরিজ হয়ে যায়, ক্রিকেট বিশ্বের অনেকে তেমন খোঁজই রাখে না। ধরুন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ খেলছে, বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কী আসে যায় তাতে? এই চিত্র বদলাতে আইসিসি এবার নিয়ে আসছে নতুন আদলের টেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপ। ১ আগস্ট শুরু অ্যাশেজ দিয়ে দুই বছরের এই ‘বিশ্বকাপ’ চলবে।

আইসিসির বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হয় বছরের নির্ধারিত একটি সময়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটির হাতে গদা ও প্রাইজমানি তুলে দিয়ে। এবার আইসিসি অনেকটা লিগ পদ্ধতিতে আয়োজন করবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ।

টেস্টের শীর্ষ নয়টি দল ২ বছরের লিগে ৬ দলের বিপক্ষে ৬টি সিরিজ খেলবে। তিনটি হোম, তিনটি অ্যাওয়ে। প্রতি সিরিজে একটি দল সর্বোচ্চ ১২০ পয়েন্ট পেতে পারে। এই পয়েন্ট ভিত্তিতে পয়েন্ট টেবিল থাকবে। ২ বছর শেষে শীর্ষ দুটি দল মুখোমুখি হবে ফাইনালে। সেই ফাইনালে জয়ীরাই এখন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরবে।

এতে করে এখনকার দ্বিপক্ষীয় সিরিজে ছবি বদলাবে বলে মনে করে আইসিসি। ফুটবল লিগে যেটা হয়, এক দলের সমর্থক অন্য দলের ম্যাচগুলো নিয়েও আগ্রহ রাখে। বার্সেলোনার সমর্থকেরা রিয়াল বা অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচগুলোর খোঁজ রাখেন যেমন। লিভারপুল সমর্থকেরা তাকিয়ে থাকেন ম্যানচেস্টার সিটি, ম্যান ইউনাইটেড, চেলসি, আর্সেনালের ম্যাচগুলোর দিকে। কারণ প্রত্যেকের জয়-পরাজয়-ড্র অন্যের লিগ টেবিলের অবস্থানকে প্রভাবিত করে। টেস্ট চ্যাম্পিয়নশিপেও একই ব্যাপার হবে।

তবে এখানে এক দল আট প্রতিপক্ষের মুখোমুখি হবে না। প্রত্যেক দল খেলবে ৬ প্রতিপক্ষের সঙ্গে। আবার একই প্রতিপক্ষের সঙ্গে হোম ও অ্যাওয়ে ম্যাচও নেই। এর বদলে আইসিসি দুটি ভিন্ন সময়কালে দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ করছে। ২ বছরের এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ সালের ৩১ মার্চ শেষ হবে। জুনে ফাইনাল। ২০২১ সালের জুনে দ্বিতীয় লিগটি শুরু হয়ে ২০২৩ সালে শেষ হবে। তখন প্রতিপক্ষও বদলাবে। -প্রথমআলো অনলাইন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া