adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে চীন-তুরস্কের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক : চলমান কাশ্মীর সঙ্কট নিরসনে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে চীন ও তুরস্ক। রাজ্যটিতে দীর্ঘদিনের বিরোধপূর্ণ সমস্যার শান্তিপূর্ণ সমাধান নিশ্চিতে এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার পক্ষে কথা বলেছে ক্ষমতাসীন এই দেশ দুটি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক-ভারত মধ্যকার বহু কাল ধরে চলা এ সংকট সমাধানে মধ্যস্থতার যে প্রস্তাব দিয়েছেন; এবার তার প্রতিও বিশেষ সমর্থন জানিয়েছে বেইজিং।

এ দিকে শনিবার (২৭ জুলাই) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনার মাধ্যমে প্রতিবেশী এই দেশ দুটির সম্পর্ক উন্নয়নে গঠনমূলক কাজ করছে। আমরা এতে সেই দেশগুলোকে পূর্ণ সমর্থন জানাই। বেইজিং এখনো আশা করছে, এই দেশ দুটি কাশ্মীর সঙ্কট ও অন্যান্য দ্বিপক্ষীয় সব বিরোধগুলো খুব দ্রুত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারবে। যার মাধ্যমে তারা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।’

অপর দিকে দ্বিপক্ষীয় সম্পর্ক ইস্যুতে আলোচনা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে শনিবার রাতে টেলিফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। যেখানে তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরসহ আঞ্চলিক বিষয়গুলো এবং আফগানিস্তানে চলমান শান্তি প্রক্রিয়া ইস্যুতে বিস্তর আলোচনা করেন। তাছাড়া চলমান কাশ্মীর সঙ্কট নিরসনে পাকিস্তানের অবস্থানের প্রতি বরাবরের মতো এবারও নিজের সমর্থন জানিয়েছেন এরদোগান।

বিশ্লেষকদের মতে, ভারত যখন প্রতিবেশী পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার জন্য চেষ্টা চালাচ্ছে; ঠিক তখন দেশটির এ উদ্যোগকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর। এমন অবস্থায় চীন ও তুরস্কের সমর্থনকে পাকিস্তানের জন্য আরও একটি কূটনৈতিক বিজয় বলে আন্তর্জাতিক অঙ্গনে দেখা হচ্ছে।

সূত্র : রয়টার্স

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া