adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন হবিগঞ্জের সিভিল সার্জন

ডেস্ক রিপাের্ট : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা ।

রবিবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

ডা. শাহাদৎ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। গত ৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন ডা. শাহাদৎ।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার সকালের দিকে কার্যালয়ে এসে দায়িত্ব পালন করেন।

পরে ডা. শাহাদৎ জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয়সভায় অংশ নেন। এ সময় অসুস্থবোধ করলে তিনি সেখান থেকে চলে আসেন।

পরে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। রাত সোয়া ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সোহরাওয়ার্দী হাসপাতালে পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া দেশ রূপান্তরকে বলেন, “উনি (ডা. শাহাদাৎ) গত রবিবার রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে আসেন। তাকে মৃত অবস্থায় পেয়েছি আমরা। সুতরাং ডেঙ্গু কিনা তা পরীক্ষা করা হয়নি।”

তিনি বলেন, “রোগীর স্বজনরা ডেঙ্গু বলে সন্দেহ করছিলেন। অবশ্য উনার মধ্যে প্রাথমিকভাবে ডেঙ্গুর তেমন কোনো উপসর্গ আমরা দেখিনি। সামান্য জ্বর ছিল দুই দিনের। উনি রবিবার ঢাকায় এসেছেন, মন্ত্রণালয়ে মিটিং করেছেন, সারাদিন কাজ করেছেন। রাতে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে আনা হয়েছিল।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া