adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদার মুক্তি দাবির ব্যানারে ছাত্রদলের বিক্ষুব্ধদের শোডাউন

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের বিলুপ্ত কমিটির আন্দোলনকারী ক্ষুব্ধ নেতারা সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোডাউন করেছে। ছাত্রদলের নতুন কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির কথিত ‘ম্যানেজ’কে চ্যালেঞ্জ করে এ শোডাউন করেন তারা।

সোমবার ও রবিবার দুদিনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই শোডাউন করেন বিলুপ্ত কমিটির নেতারা।

আন্দোলনকারী ছাত্রদল নেতারা জানান, সম্প্রতি সার্চ কমিটির নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলেছেন যে, ক্ষুব্ধ ছাত্রদল নেতাদের ৮০ শতাংশকে ম্যানেজ করা গেছে। সময় পেলে বাকিদেরও ম্যানেজ করা সম্ভব।

তারা বলেন, সার্চ কমিটির এই ‘ম্যানেজ’ বক্তব্যকে চ্যালেঞ্জ করে তারা শোডাউন করেন। তারা দেখিয়েছেন তাদের কেউই ‘ম্যানেজ’ হননি।

বেলা সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তারেক রহমানের নামে স্লোগান দেন তারা। তবে আজ তারা কার্যালয়ে প্রবেশে কাউকে বাধা অথবা আক্রমণ করেনি।

একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তারের ভয়ে নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

বিলুপ্ত কমিটির সহসভাপতি (বহিষ্কৃত) ইখতিয়ার রহমান কবির বলেন, “অনেকদিন ধরে যাওয়া হয়নি। আজ সকালে আমরা প্রায় ৬০০ নেতাকর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলাম। এখানে শোডাউন করার কী আছে? আমাদের দলীয় কার্যালয়ে আমরা গিয়েছিলাম।”

“তবে আজ আমাদের নতুন অভিজ্ঞতা হয়েছে। কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির স্লোগান, আমাদের নেতা তারেক রহমানের নামে স্লোগান দিতেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যায়। তারা আমাদের কয়েকজনকে খুঁজতে থাকে। পরে আমরা দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হই” যোগ করেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া