adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেয়ারস্টো ও জেসন রয় জুটি থাকতে চিন্তা নেই ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : কমপক্ষে ১০০০ রান করেছেন এমন জুটিতে শীর্ষে উঠে গেছেন জনি বেয়ারস্টো-জেসন রয়। ইংলিশ এই দুই ওপেনার সাবেক গ্রেটদের ছাড়িয়ে জুটিতে সর্বোচ্চ গড়ে রান তুলেছেন। শুধু তাই নয়, কমপক্ষে ১০০০ রান করা জুটির তালিকায় বেয়ারস্টো-রয় ওভার প্রতি সর্বোচ্চ রান তুলে শীর্ষে অবস্থান করছেন। এই দুই ওপেনার ফাইনালের মঞ্চে ম্যাচ একপেশে বানিয়ে দিতে পারেন।

প্রথম সেমি ফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। আর দ্বিতীয় সেমি ফাইনালে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালের মঞ্চে নামবে স্বাগতিক ইংল্যান্ড। আগামীকাল (রোববার, ১৪ জুলাই) লর্ডসে দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংলিশ-কিউইরা।

এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন বেয়ারস্টো এবং জেসন রয়। ইংল্যান্ড মোট খেলেছে ১০টি ম্যাচ। এর মধ্যে প্রতিটি ম্যাচেই খেলেছেন বেয়ারস্টো। জেসন রয় খেলেছেন সাতটি ম্যাচে, ব্যাট হাতে নেমেছেন ছয়টি ম্যাচে। ছয়বারই ওপেনিংয়ে নেমেছেন বেয়ারস্টো-রয়। ওপেনিং পার্টনারশিপে ৬ ম্যাচের চারটিতেই তারা ১০০ রানের বেশি তুলেছেন।

*** অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে বেয়ারস্টো-রয় জুটি তোলে ১২৪ রান। সেই ম্যাচে রয় করেন ৮৫ রান, বেয়ারস্টো করেন ৩৪ রান।

*** নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং এই জুটিতে আসে ১২৩ রান। সেই ম্যাচে রয় করেন ৬০ রান আর বেয়ারস্টো করেন ১০৬ রান।

*** ভারতের বিপক্ষে ইংলিশরা ওপেনিং জুটিতে তোলে ১৬০ রান। সেই ম্যাচে রয় করেন ৬৬ রান আর বেয়ারস্টো করেন ১১১ রান।

*** বাংলাদেশের বিপক্ষে বেয়ারস্টো-রয় ওপেনিং জুটিতে তোলেন ১২৮ রান। সেই ম্যাচে রয় খেলেন ১৫৩ রানের ইনিংস আর বেয়ারস্টো করেন ৫১ রান।

*** পাকিস্তানের বিপক্ষে বেয়ারস্টো-রয় জুটিতে আসে ১২ রান। রয় ৮ রানে বিদায় নিলেও বেয়ারস্টো করেন ৩২ রান।

*** দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয় ১ রানে বিদায় নেন বেয়ারস্টো। রয় সেই ম্যাচে ৫৪ রান করলেও বেয়ারস্টো ফেরেন ০ রানে।

*** ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি জেসন রয়ের। ওপেনিং জুটিতে বেয়ারস্টোর সঙ্গী ছিলেন জো রুট। ওপেনিং জুটিতে ইংলিশরা তোলে ৯৫ রান। সেই ম্যাচে বেয়ারস্টো ৪৫ রানে বিদায় নিলেও ১০০ রানে অপরাজিত থাকেন জো রুট।

*** গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের ওপেনিংয়ে নামেন বেয়ারস্টো আর জেমস ভিঞ্চ। বেয়ারস্টো ২৭ রান করলেও জেমস ভিঞ্চ কোনো রান করতে না পারায় ওপেনিং জুটি ভাঙে ০ রানে।

*** শ্রীলঙ্কার বিপক্ষে বেয়ারস্টো-ভিঞ্চ জুটিতে আসে মাত্র ১ রান। সেই ম্যাচে বেয়ারস্টো ফেরেন ০ রানে।

*** আফগানিস্তানের বিপক্ষে বেয়ারস্টো-ভিঞ্চ জুটিতে আসে ৪৪ রান। সেই ম্যাচে বেয়ারস্টো ৯০ রান করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া