adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানের সমর্থকরা এখন ভারতের পক্ষে

স্পোর্টস ডেস্ক : এশিয়ার একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে টিকে রয়েছে ভারত। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থকরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাকে সমর্থন করবে, তা নিয়ে চায়ের কাপে ঝড় চলছে।

ইতিমধ্যে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলী বললেন, অবশ্যই ভারতকে সমর্থন করবে পাকিস্তান। এশিয়ার একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপে রয়েছে তারা। ভারতকেই তো সমর্থন করব।

পশ্চিমবঙ্গের আনন্দবাজারপত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট ও ৫০টি ওয়ানডে ম্যাচ খেলা বাসিত আলী এমন মন্তব্য করেন। মঙ্গলবার নিউজিল্যান্ডকে হারাতে পারলেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাবে ভারত।

এবারের বিশ্বকাপে কোহলিদের দুরন্ত পারফরম্যান্সের প্রশংসা করে সাবেক এ পাক ক্রিকেটার বলেন, চলতি বিশ্বকাপে ভারতের মতো কোনও দলই খেলতে পারছে না। ভারতীয় ব্যাটিংয়ের পুরো চাপটাই নিচ্ছে রোহিত শর্মা। এক বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি করে রোহিত বুঝিয়ে দিয়েছে দুর্দান্ত ছন্দে রয়েছে ও।

ভারত-ইংল্যান্ড ম্যাচের তিন দিন আগে বাসীত আলী বলেছিলেন, পাকিস্তানকে নকআউট পর্বে এড়ানোর জন্য ভারত ইচ্ছা করে হেরে যাবে ইংল্যান্ডের কাছে। কাকতালীয়ভাবে তার এমন বক্তব্য মিলেও গিয়েছে।

বাসীত আলী আরও বলেছিলেন, ভারত কখনোই চায় না পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনাল খেলুক। পাকিস্তান যাতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে না পারে সেজন্য সব কিছুই করে যাচ্ছে ভারত।

এমন মন্তব্যে জেরে ভারতীয় সমর্থকদের তীব্র সমালোচনা ও প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার।

বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আনন্দবাজারকে তিনি বলেন, আমার মন্তব্যের পরে ভারতের সমর্থকরা আমার ৮০ বছর বয়সী মাকে তীব্র গালাগাল করেছেন। আমার মায়ের শারীরিক অবস্থা ভাল নয়। একটাই অনুরোধ আমার। ভারতের সমর্থকরা আমাকে যা খুশি বলুন, আমার মাকে যেন কিছু না বলেন।

তিনি বলেন আমি ভুল কী বলেছিলাম? তা হলে তো সৌরভ-ওয়াকার ইউনিসরাও ভারতের সমালোচনা করেছে। ওদের তো কেউ কিছু বলছে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া