adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দড়ি দিয়ে বেঁধে নির্যাতন- ভারতে গোরক্ষকদের হামলায় আহতদেরই গ্রেফতার করল পুলিশ!(ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ছয় মুসলিমসহ ২৪জনকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করেছে গোরক্ষকরা। ছবি-সংগৃহীত
ভারতে গোরক্ষকদের হাতে মুসলিম নির্যাতনের ঘটনা চরমে পৌঁছেছে। গতকাল রোববারও মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার সাভালিকেড়া গ্রামে ছয় মুসলিম যুবকসহ ২৪ জনকে নির্যাতন করা হয়েছে।

শুধু নির্যাতন করেই ক্ষ্যান্ত হয়নি গোরক্ষকরা। আহত সবাইকে দড়ি দিয়ে বেঁধে, রাস্তায় হাঁটু মুড়ে কান ধরে বসিয়ে রাখা হয়। তাদের জোর করে ‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য করা হয়। এর পর তাদের তিন কিলোমিটার হাঁটিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো আহত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়, গরু চুরির অভিযোগ তুলে গোরক্ষকরা তাদের ওপর হামলা করেছে।

আর এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, গরু পাচারের অভিযোগে গোরক্ষকরা ছয় মুসলিমসহ ২৪জনকে মারধর করেছে।

তবে আহতরা ব্যক্তিরা জানিয়েছেন, তারা সবাই গরু নিয়ে মহারাষ্ট্রে পশু মেলায় যাচ্ছিলেন। সাভালিকেড়া গ্রামে পৌঁছতেই এক দল গোরক্ষক তাদের ঘিরে ধরেন। এর পর তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা সংখ্যায় প্রায় ১০০ জনের মতো ছিল।

তার পর দড়ি দিয়ে বেঁধে তিন কিলোমিটার তাদের হাঁটিয়ে খালোয়া থানায় নিয়ে যাওয়া হয়। হামলাকারীরা তাদের জোর করে ‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য করেন।

হামলায় আহতরা সবাই খান্ডোয়া, সেহোর, দেওয়াস ও হরদা জেলার বাসিন্দা। ২৪ জনের মধ্যে ছয়জন মুসলিম ছিলেন।

জেলা পুলিশ সুপার শিবদয়াল সিংহ জানিয়েছেন, আহতরা মেলায় গরু নিয়ে যাওয়ার দাবি করেছেন। তবে তেমন কোনো প্রমাণ দিতে পারেননি।

তিনি বলেন, আক্রান্তদের কাছে কোনো বৈধ নথি ছিল না। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারও করা হয়েছে তাদের।

তবে এ ঘটনায় হামলাকারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তারা জানিয়েছেন, হামলাকারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

গত মে মাসেও মধ্যপ্রদেশে গরুর মাংস নিয়ে যাওয়ার অভিযোগে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছিল গোরক্ষকদের বিরুদ্ধে।

বারবার একই ঘটনা ঘটছে। তার পরও দোষীরা কীভাবে ছাড় পেয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দেশটির রাজ্য প্রশাসন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া