adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপাের্ট : চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুলাল (১৯) নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন।
নিহত দুলাল জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের শফিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত গভীর রাতে দুলালসহ ৪-৫ জনের একটি দল কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৮ মেইন সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের শুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে দুলাল গুরুতর আহত হয়। একপর্যায়ে তার সহযোগীরা দুলালকে আহতাবস্থায় আনার সময় সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে মারা গেলে সীমান্ত হতে ১’শ গজ দূরে ভারতের অভ্যন্তরে তারা লাশ ফেলে পালিয়ে আসে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ভারতের অভ্যন্তরেই পড়ে ছিল।
বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওর্য়াড সদস্য কফিল উদ্দিন আহম্মেদ।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং দুপুরে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক হলে মূল ঘটনা জানার পর গণমাধ্যমকে সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া