adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই পোর্ট অব স্পেনের স্মৃতি ফিরবে এজবাস্টনে?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখার ম্যাচে আজ বার্মিংহামের এজবাস্টনে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বাঁচা-মরার।

৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কঠিন এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। এই ম্যাচে হারলেই সেমিতে উঠার লড়াই থেকে ছিটকে পড়বে বাংলাদেশ। তাই ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় ছাড়া কোনো বিকল্প নেই।

এর আগে বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে একবারই জয় পায় বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপের ১৭ মার্চ পোর্ট অব স্পেনে শচীন-সৌরভদের ৫ উইকেটে হারায় টাইগাররা।
ম্যাচে হাবিবুল বাশার সুমন নেতৃত্বাধীন দলে ৩৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন টাইগারদের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এদিকে এর মধ্যে কেটে গেছে ১২টি বছর। এসেছে আরেকটি বিশ্বকাপ। এবার বার্মিংহামের এজবাস্টনে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পোর্ট অব স্পেনের সেই সুখস্মৃতি আরেকবার ভারত বধের প্রেরণার জ্বালানি যোগাতেই পারে মাশরফিদের।

সেমিফাইনালে খেলতে হলে আজ শতভাগ দিয়েই খেলতে হবে টাইগারদের। টপ অর্ডারে তামিম ইকবাল এখনো বড় কিছু করে দেখানে পারেননি। তাই বাংলাদেশ দল তাকিয়ে থাকবে তামিমের ব্যাটের দিকে। পাশাপাশি সৌম্য সরকার ও মুশফিকুর রহিমও থাকবেন স্পটলাইটে। এছাড়া, মূল ভরসা হয়ে থাকবেন সাকিব আল হাসান। ওয়ার্নারকে ছাড়িয়ে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার শীর্ষ স্থান ফিরে সাকিবের প্রয়োজন ৪১ রান।

অন্যদিকে সবশেষ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ভারত। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে একটি জয় প্রয়োজন টিম ইন্ডিয়ার। তাই এই ম্যাচ জিতে সেই কাজটি সেরে নিতে চায় কোহলির দল।

এদিকে পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে। দুই দলের মোট ৩৫ বারের দেখায় ভারত জয় পেয়েছে ২৯টিতে। অন্যদিকে বাংলাদেশের জয় ৫টিতে। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। তবে সব পরিসংখ্যান ভুলে মাঠের পারফর্ম্যান্সের দিকে চোখ থাকবে সবার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া