adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে তিস্তার পানি দেই নি, তাই ওরা ইলিশ দিচ্ছে না: মমতা

লিহান লিমা: বাংলাদেশকে তিস্তার পানি না দেয়ায় তারা ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মৎস্য দফতর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিস্তা চুক্তি নিয়ে মমতা এই মন্তব্য করেন। আইবিটিইন্ডিয়া, এইসময়, ওয়ানইন্ডিয়া

মমতা বলেন, ‘বাঙালি মাছে-ভাতে থাকতে ভালবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার পানি দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু পানি নেই তো কোথা থেকে দেব?’ তিনি আরও বলেন, ‘আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।’

ভারতে ২০১২ সালের মাঝামাঝি থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এদিকে তিস্তার পানির দাবিতে অনড় থাকলেও ভারতে পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ইতিবাচক সাড়া পায় নি বাংলাদেশ। ২০১৭ সালে ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরে উদ্যোগী হলেও মমতার আপত্তিতে তিস্তা চুক্তি ভেস্তে যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া