adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জহির খান বললেন, ৩২০ রানের মধ্যে ভারতকে আটকাতে পারলে ম্যাচ জিতবে বাংলাদেশ

স্পাের্টস ডেস্ক :: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। শক্তি, সামর্থ্য, রেকর্ড, পরিসংখ্যান-সবদিক দিয়েই এগিয়ে টিম ইন্ডিয়া। তবে এবারের বিশ্বকাপের পারফরম্যান্স আমলে নিয়ে অনেকে বলছেন, তাদের হারাতে পারে টাইগাররা।
ম্যাচ-পূর্ববর্তী বিশ্লেষণে নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেছেন, ভারতকে পরাজিত করতে পারে বাংলাদেশ। একই কথা বলছেন ভারতের প্রাক্তন গতিতারকা জহির খানও।
বিশ্বকাপের প্রত্যেক ম্যাচের আগে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের নিয়মিত অনুষ্ঠানে তিনি বলেন, শক্তিশালী ভারতের বিপক্ষে জেতার দারুণ সম্ভাবনা আছে বাংলাদেশের। এজন্য দুর্দান্ত বোলিং করে মেন ইন ব্লুদের ৩০০-৩২০ রানের মধ্যে বেঁধে ফেলতে হবে।
বার্মিংহামের এজবাস্টনে খেলছে বাংলাদেশ-ভারত। এখানকার উইকেট ব্যবহৃত। পুরনো উইকেটে সুবিধা পান স্পিনাররা। পেসারদের স্লোয়ার, কাটারও কাজ করে। সার্বিক বিবেচনায় জহির বলেন, ব্যবহৃত উইকেটে খেলা হচ্ছে। এতে বাংলাদেশের খুশি হওয়ার কথা। স্পিনাররা সুবিধা পাবে। টাইগাররা তো এটাই পছন্দ করে। এ উইকেটে তাদের পেসাররা কাটার, স্লোয়ার দিতে পছন্দ করবে। ওদের ফিজ (মুস্তাফিজ) রয়েছে, যে কাটার দিতে সিদ্ধহস্ত।
তিনি বলেন, আমি মনে করি বোলিংয়ে ভালো করবে বাংলাদেশ। ভারতকে ৩০০ রানের মধ্যে থামানোর চেষ্টা করবে তারা। যদি ৩০০-৩২০ রানের মধ্যে প্রতিপক্ষকে আটকাতে পারে, তা হলে তাদের জেতার সম্ভাবনা থাকবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া