adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিলে টিআইএন বাধ্যতামূলক না করার অনুরোধ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের বিল সংগ্রহে টিআইএন (ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর) বাধ্যতামূলক না করার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রবিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ অনুরোধ জানান।

নসরুল হামিদ আরও বলেন, সারা দেশ শতভাগ বিদ্যুতায়নের দিকে যাচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ গ্রাম বিদ্যুতায়ন হবে। সারা দেশের প্রত্যেকটি ইকোনমিক জোনে পাইপ লাইনে গ্যাস যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সব জেলায় গ্যাসের পাইপ লাইন করব।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিলের জন্য টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতের সাড়ে ৩ কোটি গ্রাহকের মধ্যে ১ কোটি ২০ লাখ গ্রাহক ৪০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করে। এদের বিদ্যুতের বিলের জন্য যদি টিআইএন বাধ্যতামূলক করা হয়, টিআইএন রাখা মানে করের ফাইল করতে হবে। অর্থমন্ত্রীকে বলব, সবার জন্য টিআইএন বাধ্যতামূলক না করে বিদ্যুৎ বিল কালেকশনের ব্যবস্থা করুন। যারা ৫০০ ইউনিটের উপরে বিদ্যুৎ ব্যবহার করে তাদের জন্য টিআইএন বাধ্যতামূলক করা যেতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া