adv
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রী বললেন -বিএনপির মুখে গণতন্ত্র শুনলে জনগণ হাসে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মুখে গণতন্ত্রের নাম শুনলে জনগণ মুচকি হাসে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়েছে। বেগম জিয়া এতিমের টাকা আত্মসাৎ করার দায়ে কারগারে আর তারেক রহমানের ২১ আগস্ট গ্রেনেড হামলায় সম্পৃক্ততা হাইকোর্টে প্রমাণিত। তাদের গণতন্ত্রের বুলি বিশ্বাস করে না কেউ।

শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর ধানমন্ডি শাখায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানটিতে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের ‘ক্যারিয়ার এক্সপো ২০১৯’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘হাইকোর্টের রায় অনুযায়ী জিয়াউর রহমানের সামরিক শাসনামলের সকল কর্মকাণ্ড অবৈধ। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে অবৈধভাবে জন্ম নেয়া দলটি ২০১৩-১৪-১৫ সালে যেভাবে পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়েছে, তাদের নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করেছেন আর তারেক রহমানের ২১ আগস্ট গ্রেনেড হামলায় সম্পৃক্ততা হাইকোর্টে প্রমাণিত হয়েছে, তাদের মুখে গণতন্ত্র শুনে জনগণ মুচকি হাসে।‘

খালেদা জিয়ার সাজায় সরকারের হস্তক্ষেপ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকার হস্তক্ষেপ করলে খালেদা জিয়ার মামলা শেষ হতে ১০ বছর লাগতো না। বহু আগেই তিনি জেলে থাকতেন।’

এর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে মন্ত্রী বলেন, ‘কাঙ্খিত সাফল্য অর্জন করতে হলে জীবনকে নিতে হবে সংগ্রাম হিসেবে। হার না মানা যুদ্ধ-সংগ্রামের মধ্য দিয়েই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’

শিক্ষার্থীদের কাছে দেশের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন নিয়ে আজ মার্কিন প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদসহ সমগ্র বিশ্ব প্রশংসা করে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এনিয়ে আক্ষেপ করেন, আর এ উন্নয়ন সাধিত হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বের জন্যই।’

‘এ ধারাকে এগিয়ে নিতে শুধু নিজেদের জন্য স্বপ্ন দেখলেই চলবে না, স্বপ্ন দেখতে হবে দেশ ও জাতির জন্যও। সেইসাথে পিতা-মাতা ও শিক্ষাগুরুদের জন্য আজীবন সম্মান রাখতে হবে অন্তরে।’

যান্ত্রিকতার মধ্যেও মানবিকতাকে অক্ষুন্ন রাখার তাগিদ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আমরা যেন যন্ত্র না হয়ে যাই।’

ইউনিভার্সিটির উপ-উপাচার্য এস এম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিটিভি’র সাবেক মহাপরিচালক ও শিল্পকলাবিদ মোস্তফা মনোয়ার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া