adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওমান উপসাগরে আবার ট্যাঙ্কারে হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ওমান উপসাগরে এক মাসের ব্যবধানে আবারও ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠেছে৷ বৃহস্পতিবার সকালে ইরান সীমান্তের কাছে এই হামলা হয়৷

এর আগে ১২ মে আরব আমিরাতের কাছে ওমান উপসাগরে চারটি তেলবাহী জাহাজে হামলা হয়েছিল৷ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন হামলার জন্য ইরানকে দায়ী করেছিলেন৷ তবে তাঁর দাবির পেছনে কোনো প্রমাণ দেখাননি৷ ইরান এই অভিযোগ অস্বীকার করেছে৷ সম্প্রতি পাঁচ দেশ নিয়ে গঠিত তদন্ত কমিটিও হামলার সঙ্গে ইরানের জড়িত থাকার প্রমাণ পায়নি৷

তবে এই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে৷

এর মধ্যে বৃহস্পতিবার সকালে ইরান সীমান্তের কাছে দুটি ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠলো৷ নরওয়েজিয়ান মেরিটাইম অথরিটি বলছে, নরওয়ের মালিকানাধীন ‘ফ্রন্ট আলতেয়ার’ জাহাজে ‘হামলার’ পর তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলছে, স্থানীয় সময় সকাল আটটা ৫০ মিনিটে দক্ষিণ ইরানের ২২ নটিক্যাল মাইল দূরে ফ্রন্ট আলতেয়ারে প্রথম হামলা হয়৷ ‘‘জাহাজে আগুন ধরে গেলে ২৩ জন নাবিক পানিতে ঝাঁপিয়ে পড়েন৷ পাশ দিয়ে যাওয়া আরেকটি জাহাজ তাঁদের উদ্ধার করে,” বলে জানিয়েছে ইরনা৷

এর প্রায় এক ঘণ্টা পর সিঙ্গাপুরের মালিকানাধীন ‘কোকুকা কারেজিয়াস’ নামের আরেকটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে বলেও জানিয়েছে ইরানের বার্তা সংস্থা৷ ঐ জাহাজের ২১ জন নাবিকও পানিতে লাফ দিয়েছিলেন৷ পরে তাঁদের উদ্ধার করা হয়৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া