adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক জয় চায় মাশরাফিরা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দলের জন্য সৌভাগ্যের মাঠ ইংল্যান্ডের কার্ডিফের সোফিয়া গার্ডেনস। এখান থেকে দু’হাত ভরে নিয়েছে টাইগার সেনারা। এই মাঠে খেলা দুই ম্যাচের দুটিতেই জিতেছে লাল-সবুজের দল। তাও আবার ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে।

আবারও সেই কার্ডিফ জয়ের সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। শনিবার বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারানোর স্মৃতি কারও মন থেকে মুছে যাওয়ার কথা নয়। সেই স্মৃতির পাতায় যোগ হয়েছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডকেও ৫ উইকেটে হারানোর ম্যাচটি।

এবার শুধু কার্ডিফে তৃতীয় জয়ের অপেক্ষা নয়, বিশ্বকাপেও ইংল্যান্ডকে টানা তৃতীয়বার হারানোর অপেক্ষায় টাইগার সেনারা। ২০১১ সালে ঘরের মাঠে ২ উইকেটে আর ২০১৫ সালের বিশ্বকাপে ১৫ রানের ব্যবধানে হারায় ইংলিশদের। বিশ্বকাপে মোট তিনবারের দেখায় ২০০৭ সালে ইংল্যান্ড জিতেছিল ৪ উইকেটে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে সর্বোচ্চ রানের দিকেও এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ২৭৫ আর ইংল্যান্ডের ২৬০ রান।
শনিবার সোফিয়া গার্ডেনসে দু’দলই খেলতে নামবে এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ। তার আগে বাংলাদেশ জিতেছে দক্ষিণ আফ্রিকার কাছে, হেরেছে নিউজিল্যান্ডের কাছে। স্বাগতিক ইংল্যান্ড প্রথম ম্যাচে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা আর হেরেছে পাকিস্তানের কাছে।

টাইগার দল নেতা মাশরাফি ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের কথা সরাসরি বললেন না। তার ভাষ্যমতে, ইংল্যান্ড এবারের বিশ্বকাপে ইংল্যান্ড শক্তিশালী দল। আমরা যার পরনাই চেষ্টা করবো তাদের বিরুদ্ধে ভালো খেলে হ্যাটট্রিক জয় আদায় করে নিতে। মাশরাফি এও বলেছেন, অলরাউন্ড পারফরম করতে পারলে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়া খুব কষ্টের হবে না। ইয়ান মর্গানসহ বেশ কয়েকজন ব্যটসম্যানকে টার্গেট করে আমাদের লড়তে হবে। একই দিনে ইংল্যান্ডের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় নিউজিল্যান্ড ও আফগানিস্তান পরস্পরের মোকাবিলা করবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া