adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্পেনের সাবেক ফুটবলার নিজ শহরে চিরনিদ্রায়

স্পোর্টস ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহত আর্সেনাল ও স্পেনের সাবেক ফুটবলার হোসে আন্তোনিও রেয়েসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেভিয়ার কাছে নিজ শহর আটরেরায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন এই লেফট উইঙ্গার।

গত শনিবার সড়কে গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান লা লিগার দল সেভিয়ার সাবেক অধিনায়ক রেয়েস। সোমবার সেভিয়ার মাঠে প্রিয় ফুটবলারের শেষ কৃত্যের সময় শ্রদ্ধা জানাতে এগারো হাজারের বেশি সমর্থক উপস্থিত ছিলেন।

স্পেন জাতীয় দলের হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী রেয়েস। ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত খেলে চারটি গোলও করেছিলেন।

রেয়েস ১৯৯৯-২০০১ মৌসুমে ক্লাব ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন সেভিয়া ‘বি’ দলের হয়ে। পরের বছর সেভিয়ার মূল দলে সুযোগ করে নেন। চার মৌসুম কাটিয়ে পাড়ি দেন ইংলিশ ক্লাব আর্সেনালে।

২০০৬-০৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ধারে খেলেছেন। জয় করেন লা লিগা শিরোপা। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত খেলেছেন ছেলেটিকে মাদ্রিদের হয়ে। ক্যারিয়ারে আরেকবার সেভিয়াতেও ফিরেছিলেন। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত কাটান দ্বিতীয় দফায়।

রেয়েসে এরপর চাইনিজ লিগে নাম লিখিয়েছিলেন। এ বছর অবশ্য স্পেনের দ্বিতীয় বিভাগের দল এক্সট্রিমাদুরারে নাম লেখান। ৯টি ম্যাচও খেলেছেন। এর মধ্যে সড়ক কেড়ে নিল তার প্রাণ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া