adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যানজটে মহাসড়কে সন্তান প্রসব

ডেস্ক রিপাের্ট : ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে মহাসড়কে সন্তান প্রসব করেন এক নারী। গাজীপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে যানজটের মধ্যে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘ যানজটে আটকে থাকা অবস্থায় মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর এলাকায় কুড়িগ্রামের হাবিব নামের এক ব্যক্তির স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। সড়কের ওপরই সকাল ১০টার দিকে তার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেন।

পরে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্স সেতু এলাকায় এসে নবজাতকসহ মাকে চিকিৎসা দেন।

হাবিব হোসন কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগদাঙ্গা ইউনিয়নের পোরার ভিটা গ্রামের ফারুক হোসেনের ছেলে। হাবিব মহাসড়কে জন্ম নেওয়া তার মেয়ের নাম রেখেছেন স্মরণী।

হাবিব হোসেন তার স্ত্রীকে নিয়ে গাজীপুরে বাস করেন। তিনি গাজীপুর শহরে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন।

হাবিব হোসেন জানান, গাড়িতে প্রসব বেদনা শুরু হলে তাকে ধরে সড়কের পাশে রাখা হয়। এ সময় গাড়ির একজন ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে স্বাভাবিকভাবেই স্ত্রী আফরোজা বেগম কন্যাশিশু জন্ম দেন। এরপর ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নার্সসহ একটি অ্যাম্বুলেন্স আসে। পরে নার্সরা স্ত্রীকে চিকিৎসা সেবা দেন।

এ প্রসঙ্গে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সাজেদা খাতুন জানান, ঘটনাস্থলে আসার আগেই সড়কের ওপরেই ওই নারীর সন্তান প্রসব হয়েছে। এরপর মা-মেয়েকে চেকআপসহ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া