adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরের বিশ্বকাপের আগে দ.আফ্রিকা দলে একজন ‘মোস্তাফিজ’ তৈরি করতে হবে, বললেন হার্শেল গিবস

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে দুরন্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রোটিয়াদের ২১ রানে হারিয়েছে টাইগাররা। রোববার ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রানের বিশাল সংগ্রহ করে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ও বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এটি লাল-সবুজ জার্সিধারীদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

মাহমুদউল্লাহ রিয়াদ কার্যকরী অপরাজিত ৪৬ রান করার আগে ১৪২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ৭৮ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলেন ৭৫ রানের নান্দনিক ইনিংস।

পরে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে ৩০৯ রানে বেধে রাখে বাংলাদেশ। জয়ী দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এ ম্যাচে পুরনো রূপে দেখা গেছে তাকে। স্লোয়ার-কাটারে প্রোটিয়া ব্যাটসম্যানদের ভালোই ভুগিয়েছেন তিনি।

দলে সেরকমই একজন বাঁহাতি কাটার মাস্টারের অভাববোধ করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী ওপেনার হার্শেল গিবস।

টুইটবার্তায় তিনি লেখেন, বাংলাদেশ দলে বাঁহাতি পেসার দেখে ভালো লেগেছে। আমাদের উচিত পরের বিশ্বকাপের আগে একজন বাঁহাতি পেসার তৈরি করা। আমি যেটা আগে বলেছিলাম, আমাদের বোলিং আক্রমণে বৈচিত্র্যের অভাব রয়েছে।

বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই ভেন্যু ওভালে হবে দু’দলের লড়াই। ম্যাচটি হবে দিবারাত্রির। তথ্যসূত্র: টুইটার

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া