adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পারসোনা বিউটি পার্লারকে ছয় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নামিদামি কোম্পানির কসমেটিকসের গায়ে আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার এবং কোন দেশের তৈরি সেটা লেখা না থাকায় পারসোনা বিউটি পার্লারকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ শ্যাম্পু, ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ধানমন্ডি-২৭ নম্বরে অভিযান চালিয়ে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গত বছরের ১২ জুন বিদেশি পণ্য বলে রূপসজ্জায় নকল ও ভেজাল প্রসাধনী ব্যবহারের দায়ে পারসোনাকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার ম-ল ও আফরোজা রহমান।

উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, ‘পারসনার মতো প্রতিষ্ঠানকে মানুষ বিশ্বাস করে। আর এই বিশ্বাসকে কাজে লাগিয়ে তারা মানুষের সঙে প্রতারণা করে চলছিল। তাদের পণ্যের গায়ে আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার লাগানো ছিল না। আবার কোন দেশের তৈরি ছিল তাও লেখা ছিল না। এর আগেও তাদেরকে সতর্ক করা হয়েছিল; কিন্তু তারা একই কাজ করছিল।’

‘পারসনায় যেসব পণ্য পাওয়া গেছে সেগুলো নকল অথবা অবৈধ। না হলে আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার থাকত। হয় তারা সরকারের ভ্যাট, ট্রাক্স ফাঁকি দিয়ে এগুলো এনেছে অথবা চকবাজার থেকে নকল পণ্য এনে বিক্রি করছিল। দেশের তৈরি নকল পণ্য কোথায় বিক্রি হয়? হয়ত তারাই (পারসনা) বিক্রি করে। তাদের পণ্যগুলো আমাদের নকলই মনে হয়েছে। কারণ তারা আসল প্রমাণ করতে কোন কাগজ দেখাতে পারেনি। এসব অভিযোগে পারসোনা বিউটি পার্লারকে তিনলাখ, পারসোনা এডামস পার্লার তিনলাখ টাকা জরিমানা করা হয়।’

অভিযানে ধানমন্ডির আলভিরাস বিউটি কেয়ারকে একই অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া