adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রস্তুত মোদির শপথ মঞ্চ, অতিথি আমন্ত্রণে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। শপথগ্রহণের জন্য রাষ্ট্রপতি ভবনের সামনে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন প্রায় আট হাজার দেশি-বিদেশি বিশিষ্ট নাগরিক।

রাষ্ট্রপতি ভবনে কোনো একক অনুষ্ঠানের জন্য এত বড় আয়োজন হবে নতুন রেকর্ড। বিমস্টেক দেশগুলোর রাষ্ট্রপ্রধানসহ বিপুলসংখ্যক বিশিষ্ট অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রপতি ভবন।

ভারতীয় রাষ্ট্রপতির প্রেস সচিব আশোক মালিক বুধবার গণমাধ্যমকে বলেন, ‘আমার জানা মতে গাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে অনাড়ম্বর ও মর্যাদার বিষয়ে জোর দেয়া হবে। রাষ্ট্রপতি ভবনে একটি একক অনুষ্ঠানে কখনোই এত বিপুলসংখ্যক লোককে আমন্ত্রণ জানানো হয়নি।’

বিমস্টেকের অন্যান্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অনুষ্ঠানে অংশ নেবেন। রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটযোগে রাষ্ট্রপতি তার সফরসঙ্গীদের নিয়ে বুধবার সন্ধ্যায় দিল্লি গেছেন। তিনি সেখানে নগরীর হোটেল তাজ প্যালেসে অবস্থান করবেন।

এই সফরকালে আবদুল হামিদের শুক্রবার বিকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হায়দ্রাবাদ হাউসে এক বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ভারত সরকার মোদির শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কিরগিজ রিপাবলিক ও মরিশাসসহ বিমস্টেক দেশসমূহের নেতাদের আমন্ত্রণ জানান।

রাজনৈতিক নেতা, কূটনীতিক, মুখ্যমন্ত্রী, শিক্ষাবিদ, লেখক, বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুষ্ঠানে যোগদান করবেন এমনটা শোনা গেলেও শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পাল্টিয়েছেন।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, কিরগিজ প্রেসিডেন্ট সোরোনবে জীনবেকভ, মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট, মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার যুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং থাইল্যান্ডের কৃষি ও সমবায় মন্ত্রী গ্রিসাদা বোনরাচ বিশেষ প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন।

সরকারি সূত্র জানায়, শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর পক্ষ থেকে অতিথিদের ভেজিটারিয়ান হাই টি এবং সফররত বিশিষ্ট অতিথিদের ক্ষুদ্র পরিসরে ব্যক্তিগত ভোজ দেয়া হবে।

গত ২৩ মে’র ফলাফলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিশাল বিজয় অর্জনের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিজয়ের পর নরেন্দ্র মোদিকে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নিয়োগ করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া